Arindam Bhattacharjee: নতুন ক্লাব পেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক

Arindam Bhattacharya

অবশেষে নতুন ক্লাব পেলেন অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharjee)। ইস্টবেঙ্গলের পর তিনি এবার খেলবেন নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে। উত্তর পূর্বের ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই সই সংবাদ।

২০২১-২২ মরসুমে এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন অরিন্দম ভট্টাচার্য। মোট ১১ টি ম্যাচে অংশ নিয়েছিলেন এই অভিজ্ঞ গোলরক্ষক। নামের পাশে রেখেছিলেন একটি মাত্র ক্লিন শীট। গোটা মরসুমে ২৯ টি শট রুখে দিয়েছিলেন তিনি। হজম করেছিলেন ১৯ টি গোল। কিছু ম্যাচ ছিলেন প্রথম একাদশের বাইরে।

   

২০২০-২১ মরসুমে এটিকে মোহন বাগানের দূর্গ রক্ষা করার দায়িত্বে ছিলেন তিনি। সেই সময়েই জিতেছিলেন ইন্ডিয়ান সুপার লিগের গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড। দলকে তুলেছিলেন ফাইনালে। পরের মরসুমে এসেছিলেন লাল হলুদ শিবিরে।

এটিকে মোহন বাগানে যে পারফর্ম তিনি করেছিলেন, এসসি ইস্টবেঙ্গলের হয়ে সেটা বজায় রাখতে পারেননি অরিন্দম। দলের সার্বিক পারফরম্যান্স পড়েছিল প্রশ্নের মুখে। মরসুমের মাঝে প্রথম একাদশের বাইরে ছিটকে গিয়েছিলেন তিনি। টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকে জল্পনা ছিল, অরিন্দম আর হয়তো ইস্টবেঙ্গলের হয়ে আগামী মরসুমে খেলবেন না। সেটাই হল শেষ পর্যন্ত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন