এটিকে মোহনবাগানের নজরে আরও দুই ইস্টবেঙ্গলের ফুটবলার

ইস্টবেঙ্গলের (East Bengal) ফুটবলারদের থেকে নজর সরছেই না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) টিম ম‍্যানেজমেন্টের।ইতিমধ্যে ইস্টবেঙ্গলের হয়ে ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে প্রাক্টিস ম‍্যাচ খেলা দেবনাথ মন্ডল’কে…

Deep Saha and another is Sanjeev Ghosh

ইস্টবেঙ্গলের (East Bengal) ফুটবলারদের থেকে নজর সরছেই না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) টিম ম‍্যানেজমেন্টের।ইতিমধ্যে ইস্টবেঙ্গলের হয়ে ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে প্রাক্টিস ম‍্যাচ খেলা দেবনাথ মন্ডল’কে দলে তুলে নিয়ে চমক দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড।

সূত্রের খবর অনুযায়ী, ইস্টবেঙ্গলে খেলে যাওয়া আরও দুই ফুটবলার র‍্যাডারে আছে সবুজ মেরুন ব্রিগেডের।ইতিমধ্যে তাদের মধ্যে একজনের সাথে অনেক দুর কথা এগিয়েছে মোহনবাগান টিম ম‍্যানেজমেন্টের। এই দুই ফুটবলার’দের মধ্যে একজন হলেন দীপ সাহা আর অন‍্যজন হলেন সঞ্জীব ঘোষ।

   

বাইশ বছর বয়সী দীপ সাহা মাঝমাঠের একজন ফুটবলার।ইস্টবেঙ্গলের অনূর্ধ – ১৮ দলের হয়ে তার পথ চলা শুরু।শোনা যাচ্ছে দীপ সাহা’কে একটা মোটা অংকের চুক্তির প্রস্তাব দিয়েছে।

অন‍্যজন সঞ্জীব ঘোষ’ও মাঝমাঠের ফুটবলার, যিনি লেফট মিডফিল্ড পজিশনে খেলতে অভ‍্যস্ত। ২০১৭-১৮ মরশুমে ইস্টবেঙ্গলের অনূর্ধ-১৬ দলের হয়ে খেলেছিলেন এই সঞ্জীব ঘোষ।

মোহনবাগানের এই দুই ফুটবলার’কে দলে তুলে নেওয়ার চেষ্টার মাঝে ইস্টবেঙ্গল’ও নেমে গেছে ময়দানে।শোনা যাচ্ছে আসন্ন মরশুমে লাল হলুদ ব্রিগেড’ও দলে চাইছেন এই ফুটবলার’কে।এবার দেখার বিষয় এই দুই ফুটবলার তাদের পুরনো ক্লাবে যায়,নাকি আসছে মরশুমে সবুজ মেরুন জার্সি চাপিয়ে মাঠে নামে।