গতকাল দলের একাধিক ফুটবলারদেরকে রিলিজ করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। তারপর আজকেই চমক। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে সই করাল কলকাতার এই ক্লাব।
তিনি অ্যালেক্সিস নাহুয়েল গোমেজ। গত কয়েকমাস ধরেই এই তারকা ফুটবলার কে দলে টানতে অল আউট ঝাঁপিয়েছিল মহামেডান। অবশেষে আজ সমর্থকদের উদ্দেশ্যে সুখবর নিয়ে আসল সাদা-কালো ব্রিগেড। আগামী মরশুমের জন্য নিজেদের স্যোশাল সাইট ঘোষণা করা হল এই বিদেশি ফুটবলারের নাম।
আরও পড়ুন: Mohun Bagan: ফেরেন্দোর সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বাগান, কত বছর থাকবেন তিনি?
বিগত কয়েকদিন ধরেই সাদা-কালোর অন্দর থেকে ভেসে আসছিল একাধিক খেলোয়াড়ের নাম। তাদের মধ্যেই অন্যতম ছিলেন বছর তেইশের এই তারকা। আসন্ন মরশুমে সাদা-কালো জার্সিতেই মাঠে নামবেন তিনি। গত ফুটবল মরশুমে সুদেবা দিল্লির হয়ে যথেষ্ট চনমনে থেকেছেন এই গোমেজ। দলের পারফরম্যান্স ভালো না হলেও প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়েছেন।
যারফলে, খুব সহজেই এই তারকা ফুটবলারের দিকে নজর পড়েছিল সাদা-কালো কর্তাদের। তারপর থেকেই গোমেসের এজেন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করে মহামেডান। শেষ পর্যন্ত কলকাতার এই দলের প্রস্তাবেই সম্মতি প্রদান করেন এই আর্জেন্টাইন তারকা।
শেষ ফুটবল মরশুমে সুদেবার জার্সিতে মোট ১১ টি ফুটবল ম্যাচ খেলেছিলেন গোমেজ। যার মধ্যে ৮ টি গোলের পাশাপাশি রয়েছে ৩ টি অ্যাসিস্ট। তাই তিনি যে ছন্দেই রয়েছেন তা বলাই চলে। তবে আগত ফুটবল মরশুমে সাদা-কালো ব্রিগেডের হয়ে আদৌ কতটা সফল হন এখন সেটাই দেখার।