Tata Steel factory: ওড়িশার টাটা স্টিল কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৯

টাটার ইস্পাত কারখানায় (Tata Steel factory) দুর্ঘটনায় আহত হলেন অন্তত ১৯ জন। ওড়িশার ঢেঙ্কানল জেলার মেরামান্ডালিতে অবস্থিত ওই কারখানা। জানা যাচ্ছে, কারখানার ব্লাস্ট ফার্নেসে বাষ্প…

Tata Steel Factory in Odisha

টাটার ইস্পাত কারখানায় (Tata Steel factory) দুর্ঘটনায় আহত হলেন অন্তত ১৯ জন। ওড়িশার ঢেঙ্কানল জেলার মেরামান্ডালিতে অবস্থিত ওই কারখানা। জানা যাচ্ছে, কারখানার ব্লাস্ট ফার্নেসে বাষ্প লিক করে দুর্ঘটনা ঘটেছে । আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, টাটা স্টিলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ফার্নেস পরীক্ষা করছিলেন কয়েকজন কর্মী ও ইঞ্জিনিয়ার, সেই সময়ই দুর্ঘটনা ঘটে।

আহতদের প্রাথমিক ভাবে প্ল্যান্টের ভিতরে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পাঠানো হয় কটকে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। সূত্রের খবর অনুযায়ী, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরই আপৎকালীন সমস্ত প্রতিরোধ গড়ে তোলা হয় এবং এলাকা ঘিরে ফেলা হয় বলে টাটার তরফে জানানো হয়েছে। টাটা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির দিকে কড়া পর্যবেক্ষণ রাখা হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে কর্মীদের নিরাপত্তাতেই অগ্রাধিকার।