Indian Railways Job: ভারতীয় রেলে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

ভারতের প্রায় কয়েক কোটি মানুষের ভরসা স্থল ভারতীয় রেল। বিগত কয়েক দশক ধরে প্রতিদিনই প্রায়ই কয়েক লক্ষ মানুষকে নিজের গন্তব্যে পৌঁছে দেয় এই কেন্দ্রীয় সরকারি…

train'

ভারতের প্রায় কয়েক কোটি মানুষের ভরসা স্থল ভারতীয় রেল। বিগত কয়েক দশক ধরে প্রতিদিনই প্রায়ই কয়েক লক্ষ মানুষকে নিজের গন্তব্যে পৌঁছে দেয় এই কেন্দ্রীয় সরকারি সংস্থা। তবে যাত্রী পরিবহন বাদ দিলেও দেশের যে সমস্ত সরকারি সংস্থা সাধারণের জন্য চাকরির সুযোগ করে দেয়, তার মধ্যেই অন্যতম প্রধান হলো ভারতীয় রেল।

প্রায়ই তারা বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সম্প্রতি ঠিক সেই রকমই এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল রেলওয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুনিয়ার টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদের জন্য নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। মোট ৩৫টি শূন্য পদে করা হবে নিয়োগ। যারা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে পাশ করেছেন তাদের জন্য সুযোগ করে দিলো ভারতীয় রেল।

   

সেন্ট্রাল রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন বিভাগে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে আগামী ৩০শে জুন পর্যন্ত।

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ এর মধ্যে। তবে জাতি ভিত্তিক শংসাপত্র থাকলে বয়সে ছাড় মিলবে। একই ভাবে ছাড় মিলবে আবেদন ফিতেও। অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। একই সাথে যাদের জাতি ভিত্তিক শংসাপত্র রয়েছে তাদের দিতে হবে ২৫০ টাকা। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে করা হবে প্রার্থী বাছাই।