বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ উপহার বিশ্বকাপ জয়ী মেসির

Chief Minister Mamata Banerjee with Lionel Messi signature jersey

৮ মার্চ যুবভারতী স্টেডিয়ামে এফসি গোয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ৫৬ পয়েন্ট নিয়ে আইএসএল শিল্ড জিতেছে মোহনবাগান। এই জয় ছিল বাংলার ফুটবল প্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ম্যাচ শেষে গোটা স্টেডিয়ামে ছিল এক উৎসবের আবহ। তবে এই আনন্দ উৎসবে আরও এক নতুন মাত্রা যোগ পেল। মায়ামি (Mimai) থেকে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) নিজের সই করা একটি আর্জেন্টিনার (Argentina) জার্সি উপহার পাঠান বাংলার (West Bengal) মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। মেসির এই বিশেষ উপহার মঙ্গলবার ইকবালপুরে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ‘বিরাট’ অর্থ পুরুস্কার রোহিত-কোহলিদের

   

এই উপহার পেয়ে আপ্লুত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যমে এই উপহারের কথা উল্লেখ করে লেখেন, “ফুটবল আমার রক্তে মিশে আছে, যেমনটা বাংলার প্রতিটি ফুটবলপ্রেমীর ক্ষেত্রেই সত্যি। আজ সেই আবেগের সঙ্গে আরও এক বিশেষ যোগসূত্র স্থাপিত হল। যখন আমি লিওনেল মেসির স্বাক্ষর করা জার্সি পেলাম। ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের সবাইকে একসূত্রে বেঁধে রাখে। মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের সময়ের এক শিল্পী, এক মহাতারকা। এই জার্সি বাংলার সঙ্গে ফুটবলের অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক।”

কলকাতার সঙ্গে মেসির সম্পর্ক বহুদিনের। ২০১১ সালের ২ সেপ্টেম্বর, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন তিনি। ওই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়ী হয়েছিল। যদিও এটি ছিল মেসির কলকাতা সফরের মাত্র একদিনের জন্য, তবে কলকাতার ফুটবলপ্রেমী দর্শকদের উন্মাদনা এবং ভালোবাসা তিনি আজও ভুলতে পারেননি।

মালদ্বীপের বিপক্ষে ‘শেষ থেকেই শুরু’ বিশাল কাইথের!

২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে মেসি এখন আমেরিকার ইন্টার মায়ামি দলের ফুটবলার। তবে, কলকাতার প্রতি তাঁর অটুট ভালোবাসা এখনও অদৃশ্য। মায়ামি থেকেও তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা সহ নিজের সই করা আর্জেন্টিনার জার্সি পাঠান, যা বিশেষভাবে বাঙালির জন্য এক স্মরণীয় মুহূর্ত।

ফুটবলপ্রেমীদের জন্য এই ঘটনা এক ঐতিহাসিক মুহূর্ত। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাংলার আরেক আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যও মেসি তাঁর সই করা জার্সি পাঠিয়েছেন। এই জার্সিগুলো এখন তাদের হাতে তুলে দেওয়ার অপেক্ষায় রয়েছে।

১৬ মাস পর নতুন যুগের সূচনা ভারতীয় ফুটবলে

এমন একটি অভূতপূর্ব উপহার বাংলার ফুটবলপ্রেমী জনগণের জন্য এক অনন্য স্বীকৃতি। এটি শুধু উপহার নয়, বরং বাংলার ফুটবলের প্রতি বিশ্বের শ্রদ্ধারও প্রতীক। মেসি, যিনি শুধুমাত্র একজন ফুটবলার নন, একজন কিংবদন্তি, আজও নিজের ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন ভারতীয় ফুটবলের প্রতি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleঅষ্টম বেতন কমিশনে ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর কি সত্যিই বেতন বাড়াবে? জানুন সত্যি
Next article1xBet launches Indian Casino League tournament with ₹3 Lakh prize pool during IPL 2025
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।