৮ মার্চ যুবভারতী স্টেডিয়ামে এফসি গোয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ৫৬ পয়েন্ট নিয়ে আইএসএল শিল্ড জিতেছে মোহনবাগান। এই জয় ছিল বাংলার ফুটবল প্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ম্যাচ শেষে গোটা স্টেডিয়ামে ছিল এক উৎসবের আবহ। তবে এই আনন্দ উৎসবে আরও এক নতুন মাত্রা যোগ পেল। মায়ামি (Mimai) থেকে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) নিজের সই করা একটি আর্জেন্টিনার (Argentina) জার্সি উপহার পাঠান বাংলার (West Bengal) মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। মেসির এই বিশেষ উপহার মঙ্গলবার ইকবালপুরে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ‘বিরাট’ অর্থ পুরুস্কার রোহিত-কোহলিদের
এই উপহার পেয়ে আপ্লুত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যমে এই উপহারের কথা উল্লেখ করে লেখেন, “ফুটবল আমার রক্তে মিশে আছে, যেমনটা বাংলার প্রতিটি ফুটবলপ্রেমীর ক্ষেত্রেই সত্যি। আজ সেই আবেগের সঙ্গে আরও এক বিশেষ যোগসূত্র স্থাপিত হল। যখন আমি লিওনেল মেসির স্বাক্ষর করা জার্সি পেলাম। ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের সবাইকে একসূত্রে বেঁধে রাখে। মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের সময়ের এক শিল্পী, এক মহাতারকা। এই জার্সি বাংলার সঙ্গে ফুটবলের অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক।”
Football is a passion that runs through my veins, much like every person in Bengal who has ever kicked a ball on the ‘para’ fields. Today, that passion found a special place as I received a jersey signed by none other than Lionel Messi.
The love for football binds us all, and… pic.twitter.com/ykWGarhAfG
— Mamata Banerjee (@MamataOfficial) March 19, 2025
কলকাতার সঙ্গে মেসির সম্পর্ক বহুদিনের। ২০১১ সালের ২ সেপ্টেম্বর, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন তিনি। ওই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়ী হয়েছিল। যদিও এটি ছিল মেসির কলকাতা সফরের মাত্র একদিনের জন্য, তবে কলকাতার ফুটবলপ্রেমী দর্শকদের উন্মাদনা এবং ভালোবাসা তিনি আজও ভুলতে পারেননি।
মালদ্বীপের বিপক্ষে ‘শেষ থেকেই শুরু’ বিশাল কাইথের!
২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে মেসি এখন আমেরিকার ইন্টার মায়ামি দলের ফুটবলার। তবে, কলকাতার প্রতি তাঁর অটুট ভালোবাসা এখনও অদৃশ্য। মায়ামি থেকেও তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা সহ নিজের সই করা আর্জেন্টিনার জার্সি পাঠান, যা বিশেষভাবে বাঙালির জন্য এক স্মরণীয় মুহূর্ত।
ফুটবলপ্রেমীদের জন্য এই ঘটনা এক ঐতিহাসিক মুহূর্ত। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাংলার আরেক আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যও মেসি তাঁর সই করা জার্সি পাঠিয়েছেন। এই জার্সিগুলো এখন তাদের হাতে তুলে দেওয়ার অপেক্ষায় রয়েছে।
১৬ মাস পর নতুন যুগের সূচনা ভারতীয় ফুটবলে
এমন একটি অভূতপূর্ব উপহার বাংলার ফুটবলপ্রেমী জনগণের জন্য এক অনন্য স্বীকৃতি। এটি শুধু উপহার নয়, বরং বাংলার ফুটবলের প্রতি বিশ্বের শ্রদ্ধারও প্রতীক। মেসি, যিনি শুধুমাত্র একজন ফুটবলার নন, একজন কিংবদন্তি, আজও নিজের ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন ভারতীয় ফুটবলের প্রতি।