Anwar Ali: সবুজ মেরুন পতাকায় চুমু দিয়ে আনোয়ার বললেন ‘জয় মোহনবাগান’

Anwar Ali

রবিবারের দুপুর জমিয়ে দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ভাত খেতে বসার আগে স্বস্তির নিঃশ্বাস। এসেছে বহু প্রতীক্ষিত সই সংবাদ। আনোয়ার আলি (Anwar Ali) মেরিনার।

রবিবার মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এদিন যে বড় কিছু ঘোষণা করা হবে সেটার আভাস সামাজিক মাধ্যমে আগেই দিয়েছিল ক্লাব। শনিবার সন্ধ্যা থেকে নতুন করে বাড়তে শুরু করেছিল প্রত্যাশার পারদ। অনেকে ধরে নিয়েছিলেন আনোয়ারের আগমণ সংবাদ দিতে চলেছে ক্লাব। আর সেটাই হল। দেশের অন্যতম সেরা ডিফেন্ডার এবার মোহন বাগানে।

   

ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করার পর রঞ্জিত বাজাজ একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, আনোয়ার আলি মুড়ে রয়েছে সবুজ মেরুন পতাকায়। মোহনবাগানের পতাকায় চুম্বন দিয়ে বললেন ‘ জয় মোহনবাগান ‘। রঞ্জিত বাজাজ নিজে তাকে মোহন বাগান সুপার জায়ান্টে যাওয়ার ব্যাপারে শুভেচ্ছা জানিয়েছেন।

আসলে রঞ্জিত বাজাজ না থাকলে ভারতীয় ফুটবল হয়তো আনোয়ার আলিকে এতো সহজে পেতো না। মিনার্ভা থেকে উত্থান পাঞ্জাব পুত্রের। সেখান থেকে যোগ দিয়েছেন বিভিন্ন ক্লাবে। মাঝে শারীরিক সমস্যার কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল পেশাদার ফুটবল কেরিয়ার। ফেডারেশনের পক্ষ থেকে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। তবুও হাল ছাড়েননি তিনি। ফিরে এসেছেন মাঠে। দেশের হয়ে ইতিমধ্যে জিতেছেন ট্রাই নেশন সিরিজ, ইন্টারকন্টিনেন্টাল কাপ। এবার খেলবেন সবুজ মেরুন জার্সি পরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন