গত রবিবার চন্ডীগড় থেকে কলকাতায় উড়ে এসেছেন আনোয়ার আলি (Anwar Ali)। সঙ্গে ছিলেন রঞ্জিত বাজাজ। তাঁদের বরণ করে নিতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC) বহু সমর্থক। পরবর্তীতে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে নিয়ে যান লাল-হলুদ কর্তারা। মনে করা হয়েছিল সোমবার বিকেলেই হয়তো তাঁর যোগদানের কথা ঘোষণা করবে ইস্টবেঙ্গল।
বিবিধ কারণে সেটা সম্ভব হয়নি। বিশেষ সূত্র মারফত খবর, আগামী দু-একদিনের মধ্যেই আনোয়ারের যোগদানের কথা জানাবে ময়দানের এই প্রধান। সেইদিকেই নজর সকলের। কিন্তু কত বছরের জন্য যুক্ত হবেন এই তারকা? সেই নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল নেট মাধ্যমে। এবার সামনে আসলো এক নয়া তথ্য। আগামী পাঁচটি মরসুমের দীর্ঘমেয়াদি চুক্তিতে ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি যুক্ত হয়েছেন জাতীয় দলের এই ডিফেন্ডার।
ঠিক এমনটাই ইঙ্গিত দিচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েব সাইট। যেখানে আনোয়ার আলির বর্তমান ক্লাব হিসেবে লেখা রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের নাম। সেইসাথে উল্লেখ করা হয়েছে ৫ বছরের চুক্তির মেয়াদ। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে।
আগামী ২২ আগস্ট আনোয়ার ইস্যু নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তাঁর আগেই আনোয়ারকে দলে টেনে বড় চমক দিল ইমামি ইস্টবেঙ্গল।