পুজোয় সঙ্গীকে নিয়ে নতুন বাইকে ঘুরতে চান? Kawasaki আনছে এই দুর্দান্ত মডেল

ক্রুজার মোটরসাইকেল ভালো লাগে? আরামের সঙ্গে দূরপাল্লায় ভ্রমণের জন্য একটু বেশি ডিসপ্লেসমেন্টের মডেল কিনতে চাইছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ৪৫০-৫০০ সিসি সেগমেন্টে একটি জনপ্রিয়…

kawasaki-eliminator-500

ক্রুজার মোটরসাইকেল ভালো লাগে? আরামের সঙ্গে দূরপাল্লায় ভ্রমণের জন্য একটু বেশি ডিসপ্লেসমেন্টের মডেল কিনতে চাইছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ৪৫০-৫০০ সিসি সেগমেন্টে একটি জনপ্রিয় বাইক এ বছর ভারতে লঞ্চ হতে চলেছে। এটি হচ্ছে কাওয়াসাকি এলিমিনেটর ৫০০ (Kawasaki Eliminator 500)। 

এবার পুজোয় আসছে Kawasaki Eliminator 500

   

সম্প্রতি ইউরোপের বাজারে কাওয়াসাকি এলিমিনেটর ৫০০ তিনটি নতুন রঙের বিকল্পে লঞ্চ হয়েছে। মেটালিক ফ্ল্যাট স্পার্ক ব্ল্যাক এবং পার্ল রোবোটিক হোয়াইট – বাইকটির স্ট্যান্ডার্ড মডেলটি এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে। আবার SE ভ্যারিয়েন্টটি মেটালিক কার্বন গ্রে/ফ্ল্যাট ইবনি পেইন্ট স্কিম পেয়েছে। এই কালার অপশনগুলি ভারতীয় ভার্সনেও উপলব্ধ হতে পারে।

এই জাপানি ক্রুজার বাইক কাওয়াসাকি এলিমিনেটর ৫০০-তে রয়েছে একটি ৪৫১ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৪৯ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন হয়। একটি স্টিল ট্রেলিস ফ্রেমের ওপর ভিত্তি করে ছোটে এটি। ১৮/১৬ ইঞ্চি অ্যালয় হুইলের সঙ্গে এতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার শক অ্যাবজর্বার।

কাওয়াসাকি এলিমিনেটর ৫০০-তে ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক উপস্থিত। মাটি থেকে সিটের উচ্চতা ৭৩৫ মিমি। তাই চালকের উচ্চতা কম হলেও এই বাইক চালাতে বিশেষ বেগ পেতে হবে না। আবার এর ওজন ১৭৬ কেজি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫০ মিমি। 

চিন-কোরিয়া’র উপর নির্ভরশীলতা কমিয়ে দেশে তৈরি ইলেকট্রিক Vespa আসছে ভারতীয় সংস্থার ব্যাটারি’তে

উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে মডেলটিতে রয়েছে এলইডি হেড ল্যাম্প ও টেল ল্যাম্প, গোলাকৃতি এলসিডি স্ক্রিন এবং ডুয়েল চ্যানেল এবিএস (স্ট্যান্ডার্ড)। ভারতের বাজারে মোটরসাইকেলটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে Royal Enfield Super Meteor 650। অনুমান করা হচ্ছে, এ বছর পুজোতেই ভারতের বাজারে লঞ্চ হবে কাওয়াসাকি এলিমিনেটর ৫০০। ভারতে এর বর্তমান বাজারমূল্য ৫.৬২ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।