আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ভারতীয় তারকা ডিফেন্ডার মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan) বিদায় জানাতে পারেন বলে মনে করা হচ্ছে। ২০২৩-২৪ মরসুমে মোহনবাগানের হয়ে বেশ কিছু ম্যাচে খেলেছিলেন আনোয়ার। কেমন ছিল তাঁর পারফরম্যান্স? দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান।
Mohun Bagan: মোলিনা জমানায় গুরুত্ব পেতে পারেন ভারতীয়রা
২০২৩-২৪ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন আনোয়ার। যার মধ্যে চারটি ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছিল দল। নিজের নামে কোনও গোল তুলতে পারেননি। তবে একটি অ্যাসিস্ট করতে পেরেছিলেন। ১৬ ম্যাচে ১ হাজার ২৪৭ মিনিট খেলেছিলেন। ম্যাচ প্রতি গড়ে বাড়িয়েছিলেন ৪২টি পাস। হিসেব অনুযায়ী আনোয়ারের পাসিং অ্যাকিউরেসি আশি শতাংশের কম (৭৯%)। ১৭টি ট্যাকেল সম্পন্ন করেছেন নির্ভুলভাবে। ‘ডুয়েল’ জিতেছেন ৪৫ টি। ‘এরিয়াল ডুয়েল’ জিতেছেন ১৯ টি। ৬৭ টি রিকোভারি করেছেন নিখুঁতভাবে।
নিচ থেকে আক্রমণ গড়ার ক্ষেত্রেও অবদান রাখার চেষ্টা করেছিলেন। কিছু সুযোগ তৈরি করার ক্ষেত্রে আনোয়ার আলি কার্যকর ভূমিকা নিতে পেরেছিলেন। নিজের দলের দুর্গ অক্ষত রাখার জন্য পঞ্চাশের বেশি ক্লিয়ারেন্স করেছিলেন। মরসুম জুড়ে হলুদ কার্ড দেখেছিলেন দু’টি। কোনও লাল কার্ড দেখেননি।
অভিষেককে সহকারী হিসেবে চাইছেন গম্ভীর: রিপোর্ট
এফসি গোয়া থেকে কলকাতার ক্লাবে যোগ দিয়েছিলেন আনোয়ার আলি। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সবুজ মেরুন সমর্থকদের মধ্যে। তবে এএফসি কাপ খেলতে গিয়ে ঘটে যায় বিপত্তি। বাংলাদেশের ফুটবল দল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন আনোয়ার। সাময়িকভাবে ছিটকে যেতে হয়েছিলেন মাঠের বাইরে। চোট সরিয়ে আবার মাঠে ফিরেছিলেন তরুণ ভারতীয় ডিফেন্ডার।