Anwar Ali: অপেক্ষার অবসান ঘটিয়ে রবিতেই বাগানের অনুশীলনে আনোয়ার

Anwar Ali

এবারের ফুটবল মরশুমের শুরুতে আনোয়ার আলির (Anwar Ali) সাইনিং যথেষ্ট খুশি করেছিল বাগান (Mohun Bagan) সমর্থকদের। গতবারের আইএসএলডিআই অধিনায়ক প্রীতম কোটালের চলে যাওয়া সমর্থকদের যতটা হতাশ করেছিল আনোয়ারের আগমন ঠিক ততটাই খুশি করেছিল সকলকে। ডুরান্ড কাপ টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচে তার ঝলকও দেখেছিল সকলে‌।

তবে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়েই দেখা যায় বিপত্তি। বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস এর বিপক্ষে খেলতে গিয়ে পায়ে চোট পান আনোয়ারা আলি। যার দরুন ছিটকে যেতে হয়েছিল পাঞ্জাবের এই ফুটবলারকে। প্রথমদিকে তাকে নিয়ে খুব একটা চিন্তা না থাকলেও পরবর্তীতে তার চোটের রিপোর্ট আসতেই বিরাট ধাক্কা লাগে বাগান শিবিরে।

   

তার অভাব প্রত্যেক ম্যাচেই বুঝতে পেরেছে মোহনবাগান। গতবছর এএফসি কাপের মতো টুর্নামেন্টে ইন্টারজোনাল সেমিফাইনালে উঠলেও এ বছর ব্যাপক শক্তিশালী টিম নিয়েও কার্যত ধরাশায়ী হয়ে যায় ময়দানে এই প্রধান। ছিঁটকে যেতে হয় গ্রুপ পর্ব থেকে। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিক। যা নিয়ে ক্ষোভের আগুন জ্বলতে থাকে সমর্থকদের মধ্যে। গ্যালারি থেকে একাধিকবার শোনা গিয়েছে গো ব্যাক স্লোগান। যার দরুন পরবর্তীতে চাকরি চলে যায় বাগানের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দোর। তার বদলে বর্তমানে দলের দায়িত্ব সামলাচ্ছেন মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাস। যতদিননা স্থায়ী কোচ আসছে ততদিন দলের দায়িত্ব সামলাবেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল।

আসলে, আনোয়ার আলির অনুপস্থিতি দলের ক্ষেত্রে যে বিরাট প্রভাব ফেলেছে তা কিন্তু বলাই যায়। সেজন্য সময় যত এগিয়েছে আনোয়ারের ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে থেকেছে সমর্থকরা। অবশেষে আজ সন্ধ্যায় শহরে পা রাখছেন আনোয়ার। তবে আজ সকালে কলকাতার বুকে তার পা রাখার কথা থাকলেও বিমানের সময় পিছিয়ে যাওয়ায় সন্ধ্যায় আসতে হচ্ছে তাকে। তাই আজ আর ক্লাবে দেখা গেল না আনোয়ারকে। কিন্তু যতটুকু জানা গিয়েছে, আগামীকাল থেকেই হয়তো সবুজ-মেরুন জার্সিতে মাঠে রিহ্যাব সারবেন বাগানের এই দাপুটে ডিফেন্ডার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন