Anushka Cheers for Kohli: বিরাট কোহলির ৭৬ তম সেঞ্চুরিতে উচ্ছাসিত অনুষ্কা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মা ও তার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক স্বামী বিরাট কোহলির মিষ্টতা পূর্ণ সম্পর্ক সকলের নজর কাড়ে।     অনুষ্কা তার স্বামীর সুনামে…

short-samachar

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মা ও তার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক স্বামী বিরাট কোহলির মিষ্টতা পূর্ণ সম্পর্ক সকলের নজর কাড়ে।

   

অনুষ্কা তার স্বামীর সুনামে কখনোই পিছপা হয় না। যখন বিরাট কোহলি কোন সেঞ্চুরি করেন বা কিছু যেতেন তখনই আনুশকা শর্মাকে দেখা যায় তার সোশ্যাল মিডিয়া সাইটে সেই খুশি দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলার সময়, বিরাট কোহলি 206 বলে 121 রান করে তার 76তম সেঞ্চুরি রেকর্ড করেন। অনুষ্কা শর্মা এবারও তার খুশি সবার সঙ্গে শেয়ার করে নেন।

এই প্রথমবার নয় যে তিনি তার স্বামীর কৃতিত্বের জন্য তার ভালবাসা এবং সমর্থন দেখিয়েছেন। বরাবরই তিনি বিরাটের জন্য তার উচ্ছাস প্রকাশ করেন।

তার প্রত্যেকটি পোষ্ট অনুরাগীরা অত্যন্ত পছন্দ করেন। এবং বিরাট আনুষ্কার এই জুটি নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়। বিরাটের সাফল্যে আনুশকার এই উচ্ছ্বাসের সঙ্গে আনন্দিত হয় বহু অনুরাগীরাও।