বৃষ্টি মাথায় কাজ শুরু হাবাসের

কোচিং কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করেছেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। ইন্টার কাশি (Inter Kashi) দলের অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। বৃষ্টি মাথায় করেই…

কোচিং কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করেছেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। ইন্টার কাশি (Inter Kashi) দলের অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। বৃষ্টি মাথায় করেই অনুশীলন শুরু করেছেন হাবাস।

   

২ বিদেশির সঙ্গে আলোচনায় মলিনা

আই লিগের ক্লাব ইন্টার কাশির হয়ে দায়িত্ব সামলাচ্ছেন লোপেজ হাবাস। রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগ জয়ী কোচ। দক্ষিণ বঙ্গে বেড়েছে বৃষ্টি। ইন্টার কাশির অনুশীলনের সময়েও আকাশের মুখ ভার ছিল, ভিজেছিল মাঠ। তাতে অবশ্য অনুশীলনে বিঘ্ন ঘটেনি।

আসন্ন মরসুমের জন্য ভাল মানের দল গঠন করেছে ইন্টার কাশি। কলকাতা ময়দানের একাধিক পরিচিত ফুটবলার দলে রয়েছেন। হাবাসের সঙ্গে জনি কাউকোকেও সই করিয়েছে ক্লাব। আগামী দিনে আইএসএল খেলার লক্ষ্য নিয়ে মরশুম শুরু করবে ইন্টার কাশি।

হাবাসের মতো জনি কাউকো-ও কলকাতায় রয়েছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ দেখতে এসেছিলেন। কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসির মধ্যেকার ডুরান্ড কাপের ম্যাচ দেখার জন্য যুবভারতীতে গিয়েছিলেন কাউকো। স্টেডিয়ামের সামনে খুদে ফুটবল প্রেমীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়েছে ফিনল্যান্ডের তারকা ফুটবলার।

ISL: করা হল ঘোষণা, খুশিতে ডগমগ বাংলার ফুটবল সমর্থকরা

ইন্টার কাশির হয়ে হাবাস, কাউকো দু’জনেই নিজেদের নতুন করে প্রমাণ করতে চাইবেন। গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন এই দু’জন। তবুও নতুন মরসুমের আগে সবুজ মেরুন শিবির থেকে বাদ পড়তে হয়েছে। কাউকোর ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। হাবাসের ক্ষেত্রে বলা হচ্ছিল সুপার জায়ান্টের হয়ে কোচিং চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর বয়স নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে। ইন্টার কাশিকে সাফল্য এনে দিয়ে দু’জনেই সমালোচকদের মুখ বন্ধ করে দিতে চাইবেন।