Antonio Lopez Habas: নতুন দায়িত্ব নিয়ে কবে শহরে আসতে পারেন হাবাস?

দেশের প্রথম সারির ফুটবল লিগ তথা হিরো আইএসএলে অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত অ্যান্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)।

Antonio Lopez Habas

দেশের প্রথম সারির ফুটবল লিগ তথা হিরো আইএসএলে অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত অ্যান্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। টুর্নামেন্ট শুরু হওয়ার সময় থেকে নিজেকে সক্রিয় থেকেছেন তিনি। অ্যাটলেটিকো দি কলকাতা থেকে শুরু করে পরবর্তীতে এটিকে ও এটিকে মোহনবাগান দলের দায়িত্ব সামলেছেন এই স্প্যানিশ কোচ।

তার দৌলতে তিনবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে কিংবা অ্যাটলেটিকো কলকাতা। সেইসাথে তার তত্ত্বাবধানে অন্যান্য মরশুম গুলিতেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করে বাগান ব্রিগেড। এক কথায় বলতে গেলে আইএসএলের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ের অধিকারী থেকেছেন এই স্প্যানিশ। কিন্তু কয়েক মরশুম আগেই বাগান শিবির ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন হাবাস। তার বদলে দলের দায়িত্ব পান হুয়ান ফেরেন্দো।

   

আরও পড়ুন: Mohun Bagan SG: রিজার্ভ বেঞ্চে এক সঙ্গে হুয়ান-হাবাস?

শেষ হিরো আইএসএলে তার তত্ত্বাবধানেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। সেই সুবাদে ফেরেন্দোর সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি বাড়িয়েছে ম্যানেজমেন্ট। তবে হাবাস যে আবার ফিরতে চলেছেন ডাগ আউটে তা ঘোষণা করে দেওয়া হয়েছিল অনেক আগেই।

আসলে কোচ হিসেবে ফেরেন্দো দায়িত্বে থাকলেও দলের নতুন টিডি হিসেবে দায়িত্ব নিচ্ছেন হাবাস। অর্থাৎ এবার থেকে ফেরেন্দোর সাথেই দলের দায়িত্ব সামলাবেন এই সফল কোচ। কিন্তু কবে আসছেন এই দুই আইএসএল জয়ী স্প্যানিশ? বিশেষ সূত্র মারফত খবর, আগামী কয়েকদিনের মধ্যেই ভারতে পা দেবেন গতবারের হিরো আইএসএল জয়ী কোচ। তারপর দলের সকল ফুটবলারদের নিয়ে পুরোদমে অনুশীলন চালাবেন তিনি। কিন্তু হাবাস? শোনা যাচ্ছে চলতি জুলাইয়ে ভারতে আসার সম্ভাবনা খুবই কম। সবকিছু গুছিয়ে আগামী আগস্ট মাসের শুরুর দিকে আসতে পারেন এই স্প্যানিশ কোচ তথা সবুজ-মেরুনের নতুন টিডি।

তার আগে আসন্ন এএফসি কাপের পাশাপাশি ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের জন্য গোটা দলকে ঝালিয়ে নেবেন ফেরেন্দো। গতবছর একজন দক্ষ সেন্টার ফরোয়ার্ডের সমস্যায় ভুগেছিল মোহনবাগান। বুমোস-দিমিত্রিরা দলে থাকলেও দক্ষ স্ট্রাইকার ছিলেননা কেউ। সেই শূন্যস্থান পূরণ করার জন্যই এবার দলে আনা হয়েছে অজি বিশ্বকাপ জেসন কামিন্সকে। তাকে সামনে রেখেই নতুন মরশুমে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য মোহনবাগানের।