Antonio Lopez Habas : ইস্টবেঙ্গল জল্পনা কার্যত উড়িয়েছেন হাবাস

Antonio Lopez Habas, renowned football coach, standing on the sidelines of a football field

অ্যান্টোনিও লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas) নাকি কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। সম্প্রতি ফুটবল মহলে শোনা যাচ্ছিল এমনই গুজব। যা পত্রপাঠ খারিজ করে দিয়েছেন হাবাস নিজেই।

শনিবার জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে লোপেজ হাবাসের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে উঠে এসেছিল ইস্টবেঙ্গল ক্লাব প্রসঙ্গ। স্পেনের হাই-প্রোফাইল কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল লাল হলুদ ক্লাবে কোচিং প্রস্তাব সংক্রান্ত জল্পনার বিষয়ে।

   

উত্তরে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল কোচ বলেছিলেন যে সরকারিভাবে তাঁর কাছে ইস্টবেঙ্গল কোনো প্রস্তাবই রাখেনি। ফলত লাল হলুদের তরফে হাবাসকে নিয়োগ সংক্রান্ত যে গুঞ্জন চলছিল তা এক প্রকার তিনি খারিজ করে দিয়েছেন।

ভারতের বাইরে থাকলেও লোপেজের মন পড়ে রয়েছে এ দেশে। বিশেষত কলকাতায়। দায়িত্ব ছাড়ার পরেও দেখেন এটিকে মোহন বাগানের খেলা। হুয়ান ফেরান্ডোর অধীনে বাগান ভালই খেলছে বলে মত অভিজ্ঞ কোচের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন