BIhar: মাটির নিচে টন টন সোনা, ‘বৃহত্তম স্বর্ণ খনি’র হদিস বিহারে

দেশের বৃহত্তম সোনার খনির সন্ধান মিলেছে। এমনই দাবি ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থার (জিএসআই)। টন টন খনিজ সোনা মজুত রয়েছে (Bihar) বিহারের জামুই জেলায়। জানানো হয়, দ্রুত…

দেশের বৃহত্তম সোনার খনির সন্ধান মিলেছে। এমনই দাবি ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থার (জিএসআই)। টন টন খনিজ সোনা মজুত রয়েছে (Bihar) বিহারের জামুই জেলায়। জানানো হয়, দ্রুত এলাকা অধিগ্রহণ করে খনন শুরু হচ্ছে।

জিএসআই (Geological Survey of India) পরীক্ষা শেষে জানায় জামুই জেলায় মাটির নিচে কমপক্ষে ২২-২৮ কোটি টন খনিজ সোনা রয়েছে। সোনার খনির সন্ধান মিলেছে রাজ্যের কারমাটিয়া, ঝাঝা ও সোনো এলাকায়।

জিএসআই আরও জানিয়েছে, সোনার খনির বিস্তার গয়া এবং ঔরঙ্গাবাদ জেলার মদনপুর পর্যন্ত পুরো ৮ বর্গ কিলোমিটার এলাকায় মাটির নিচে সোনা মজুত।

জিএসআই এমন রিপোর্ট দিতেই ততপর বিহার সরকার। রাজ্য সরকার ও জিএসআই মিলে পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে বলে জানানো হয়েছে।

দেশের সর্ববৃহত সোনার খনি বিহারে, জিএসআই এমন দাবি করায় বিহারের রাজনৈতিক প্রশাসনিক মহলে চাঞ্চল্য। তবে শনিবার জিএসআই বৃহত্তম সোনার খনির সন্ধান দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আশ্চর্যরকম নীরব। রাজ্য প্রশাসন নির্দিষ্ট এলাকায় খনন শুরু করার প্রস্তুতি নিচ্ছে।