Antonio Lopez Habas: মোহনবাগানের ফুটবলারদের নিয়ে বিষ্ফোরক দলের হেড স্যার

এইবছর এএফসি কাপের মতো টুর্নামেন্টে ছিটকে যাওয়ার পর থেকেই নিজেদের ছন্দ হারাতে শুরু করে সবুজ-মেরুন। আইএসএলে একের পর এক ম্যাচের পরাজিত হতে হয় তাদেরকে। যা…

Antonio Lopez Habas

এইবছর এএফসি কাপের মতো টুর্নামেন্টে ছিটকে যাওয়ার পর থেকেই নিজেদের ছন্দ হারাতে শুরু করে সবুজ-মেরুন। আইএসএলে একের পর এক ম্যাচের পরাজিত হতে হয় তাদেরকে। যা নিয়ে ক্ষোভে ফুঁসতে থাকে আপামর মোহন জনতা। এমন পরিস্থিতিতে দল থেকে ছাঁটাই করে ফেলা হয় ফেরেন্দোকে। তার বদলে দলের দায়িত্ব দেওয়া হয় অ্যান্তোনিও লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas)।

পূর্বে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনা হয়েছিল স্প্যানিশ হাইপ্রোফাইল অ্যান্তোনিও লোপেজ হাবাসকে।তার হাত ধরে আগেও একাধিকবার সাফল্য পেয়েছে এটিকে মোহনবাগান। সবদিক বিচার বিবেচনা করে তার হাতেই তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। এক্ষেত্রে নতুন মরশুমে দলের নতুন কোচ না আসা পর্যন্ত মোহনবাগানের যাবতীয় দায়িত্ব পালন করবেন হাবাস।

সেইমতো আইএসএলের দ্বিতীয় লেগে দলের দায়িত্ব পালন করছেন তিনি। স্প্যানিশ কোচের কথা মতোই দলের খেলোয়াড় বদল করার পাশাপাশি নতুন করে সাজানো হচ্ছে সমস্ত কিছু। গত তিন তারিখ ডার্বি ম্যাচ ড্র করার পর পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি ও শুরু করে দিয়েছে সবুজ-মেরুন শিবির। আগামী ১০ তারিখ তাদের লড়াই হায়দরাবাদ এফসির বিপক্ষে। সেই দিকেই নজর সকলের। এই ম্যাচ জিতলে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে মোহনবাগান দল। সেক্ষেত্রে গোয়া ম্যাচের আগে কিছুটা বাড়তি আত্মবিশ্বাস থাকবে ফুটবলারদের।

এই নিয়েই হাবাস বলেন,আমি এই দলে লড়াকু মানসিকতা আনতে চাই। দলের অনুশীলনে যে সমস্ত ফুটবলাররা চারিত্রিক দৃঢ়তা দেখাতে পারবে, ম্যাচের মধ্যে ও তারা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে। আমি চাই ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ছেলেরা মাঠের মধ্যে লড়াই করুক।