Antonio Lopez Habas: বাগান সমর্থকদের জন্য সুখবর, হাবাস ফিরছেন

Mohun Bagan Coach Antonio Lopez Habas

দিন শেষে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) সমর্থকদের জন্য ভালো খবর। সুস্থ হয়ে ফিরছেন হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)।

Advertisements

শারীরিক অসুস্থতার কারণে খানিক কাবু হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। ইন্ডিয়ান সুপার লিগে দলের শেষ ম্যাচে সাইড লাইনের ধারে থাকতে পারেননি তিনি। ছিলেন না ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে। প্রেস কনফারেন্সে হাবাসের অসুস্থতার কথা জানিয়েছিলেন তাঁর সহকারী ম্যানুয়াল পেরেজ।

   

চেন্নাইন এফসির বিরুদ্ধে গত ম্যাচে পরাজিত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। চেন্নাইন এফসি শেষ মুহূর্তে গোল দিয়ে বাগানকে হারিয়েছিল ২-৩ গোলে। পুরো পয়েন্ট হারিয়ে লিগ শিল্ড জয়ের দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছে পালতোলা নৌকা। হাল ধরতে ফিরছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস।

Advertisements

মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচ হলেও সবুজ মেরুন ব্রিগেড চাইবে পুরো পয়েন্ট পেতে। এই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। হাবাসের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেন মোহনবাগানের অধিনায়ক শুভাশীষ বসু। চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচের শেষে শুভাশীষ বলেছিলেন, দল হিসেবেই আবার ঘুরে দাঁড়াবে মোহনবাগান।

ইন্ডিয়ান সুপার লিগ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট)। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা এফসি। পয়লা নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছে মুম্বাই সিটি এফসি (২০ ম্যাচে ৪৪ পয়েন্ট)।