প্রকাশ্যে Rahul Gandhi’র মোট সম্পত্তির পরিমাণ; টাকার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে!

এক-দু’লক্ষ অথবা এক-দু’কোটি নয়। ৫৫ লক্ষ থেকে সোজা ২০কোটি। রাহুলের মোট সম্পত্তি এখন এই পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। গতবারের মতো এবারও…

rahul gandhi declared his assets

এক-দু’লক্ষ অথবা এক-দু’কোটি নয়। ৫৫ লক্ষ থেকে সোজা ২০কোটি। রাহুলের মোট সম্পত্তি এখন এই পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। গতবারের মতো এবারও ওয়েনাড় থেকে ভোটে লড়বেন রাহুল গান্ধী। বুধবার তিনি মনোনয়নপত্র জমা দেন। আর সেখানে হলফনামায় তিনি নিজের সম্পত্তির উল্লেখ করেছেন। রাহুল জানিয়েছেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকা। ২০০৪-এ যা ছিল ৫৫লক্ষ, ২০১৯ সালে ১৫কোটি এবং ২০২৪-এ তাইই পৌঁছে গিয়েছে ২০ কোটিতে।

হলফনামা অনুযায়ী, রাহুল গান্ধীর শেয়ার বাজারে ৪.৩ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। ৩.৮১ কোটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৬.২৫ লক্ষ টাকা। ২০২২-২৩ আর্থিক বর্ষে তাঁর কাছে নগদ ছিল ৫৫,০০০ টাকা এবং তাঁর মোট আয় ১,০২,৭৮,৬৮০ টাকা।

আরও পড়ুন: যেন এক টুকরো মহাভারত, ‘শ্রীকৃষ্ণ’ রূপে রাহুল গান্ধী, শহরে পোস্টারিং ঘিরে শোরগোল

রাহুল গান্ধী ঘোষণা করেছেন যে, তাঁর ১১.১৫কোটির স্থাবর সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে বাণিজ্যিক ভবন এবং জমি (চাষ যোগ্য এবং চাষ অযোগ্য)। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় রাহুল বলেছেন যে, তার কাছে নগদ ৫৫ হাজার টাকা রয়েছে এবং বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে জমা রয়েছে ২৬ লক্ষ টাকা।

২০০৪ সালের তুলনায় ২০২৪-এ তাঁর সম্পত্তি বেড়েছে প্রায় ২৮গুন। একঝলকে দেখে নেওয়া যাক সেই সম্পত্তির হিসেবের খুঁটিনাটি। ২০০৪ সালে রাহুল গান্ধী যে নির্বাচনী হলফনামা দিয়েছিলেন তাতে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৪৫লক্ষ ৫২হাজার ১২৩টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৯ লক্ষ ৮৬ হাজার টাকা। মোট সম্পত্তি ৫৫ লক্ষ ৩৮ হাজার ১২৩ টাকা।

২০১৯ সালে তাঁর শুধু সম্পত্তি যে বেড়েছে তাই নয়, সেই সঙ্গে বাড়ে দেনাও। এই সময় তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৫কোটি ৮০লক্ষ ৫৮হাজার ৭৭৯টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১০কোটি ৮লক্ষ ১৮হাজার ২৮৪টাকা। অর্থাৎ মোট সম্পত্তির পরিমাণ ছিল ১৫কোটি ৮৮লক্ষ ৭৭হাজার ৬৩ টাকা। এ সময় তাঁর ঋণ ছিল প্রায় ৭২লক্ষ টাকা। ২০২৪-এ এই সম্পত্তি পৌঁছে গিয়েছে ২০ কোটিতে।