Olympic: ট্রেনিংয়ের জন্য বেচে দিতে হয়েছিল জমি-গাড়ি, বাবার স্বপ্ন পূরণ করছেন অন্তিম

Advertisements আগামী ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে অলিম্পিক (Olympic)। সারা বিশ্ব থেকে ২০০ জনেরও বেশি অ্যাথলিট একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে নিজ দেশের…

Antim Panghal Olympic

Advertisements

আগামী ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে অলিম্পিক (Olympic)। সারা বিশ্ব থেকে ২০০ জনেরও বেশি অ্যাথলিট একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে নিজ দেশের পতাকা উঁচিয়ে ধরবেন। ভারত থেকেও অনেক অ্যাথলিট অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

Jiten Murmu: ইস্টবেঙ্গলের ড্র, জিতেনের ফর্মে নিশ্চিন্তে ভবানীপুর

অলিম্পিকে পৌঁছানোর জন্য সমস্ত অ্যাথলিটকে প্রচুর পরিশ্রম এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। প্রত্যেক অ্যাথলিটের আলাদা আলাদা গল্প থাকে। হরিয়ানার ২০ বছর বয়সী অন্তিম পাঙ্ঘালও ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে কুস্তিতে অংশ নেবেন। মহিলাদের ৫৩ কেজি বিভাগে ভারতের হয়ে লড়তে দেখা যাবে তাঁকে।

২০০৪ সালে হরিয়ানার এক কৃষক পরিবারে জন্ম তাঁর। অন্তিম তিন বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। অন্তিমের বোন সরিতা জাতীয় স্তরের কাবাডি খেলোয়াড় ছিলেন। অন্তিমের বয়স যখন মাত্র ১০ বছর, তখন সরিতা ততাঁকে হিসারের মহাবীর স্টেডিয়ামে একটি কুস্তি প্রোগ্রামের জন্য নিয়ে যান এবং এখান থেকেই অন্তিম কুস্তিতে আগ্রহী হয়ে ওঠেন।

পিএসজি ছেড়ে Mbappe রিয়াল মাদ্রিদেই

বাড়ির ছোটো মেয়েকে কুস্তিগীর বানানোর পেছনে তাঁর বাবার অবদান অনেক বেশি। সেরা প্রশিক্ষণ দেওয়ার জন্য অন্তিমের বাবা তাঁর দেড় একর জমি, গাড়ি ও ট্রাক্টর বিক্রি করে দেন। এ ছাড়া বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের কাছ থেকেও টাকা ধার করতে হয়েছিল। তিনি গ্রামের বাড়ি ছেড়ে শহরে বসবাস শুরু করেন। মেয়েও তাঁর বাবার স্বপ্ন পূরণ করেছে এবং এখন সে অলিম্পিকে অংশ নিতে চলেছে।