ATK Mohan Bagan: ফের আরেক স্প‍্যানিশ তারকার নাম জুড়ল এটিকে মোহনবাগানে

কে হতে চলেছে এটিকে মোহনবাগানের (ATK Mohan Bagan) আরেক বিদেশী ফুটবলার। সেটা এখনও স্পষ্ট নয়। এখনও অবধি তার খোঁজ জারি আছে বলেই শোনা যাচ্ছে। যদিও…

Sergio Castel Martinez

কে হতে চলেছে এটিকে মোহনবাগানের (ATK Mohan Bagan) আরেক বিদেশী ফুটবলার। সেটা এখনও স্পষ্ট নয়। এখনও অবধি তার খোঁজ জারি আছে বলেই শোনা যাচ্ছে। যদিও ইতিমধ্যে একাধিক ফুটবলারের নাম জড়িয়েছিল ক্লাবের সাথে৷ কিন্তু সেই সব’ই ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

Advertisements

এবার সবুজ মেরুন শিবিরের সাথে জুড়লো স্প‍্যানিশ ফরোয়ার্ড Sergio Castel Martínez এর নাম। স্পেনের UE Rubí – তে খেলা শেষে করা এই ফুটবলার পরবর্তী সময়ে খেলেছেন CA Osasuna,CD Tudelano,CD Lealtad, Las Rozas CF এর মতো ক্লাবে খেলেছিলেন অস্ট্রেলিয়ার Bendigo City FC – তে।

   

২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের বি টিমে যোগদান করেন। পরে সেখান থেকে লোনে আসেন জামশেদপুর এফসি’তে। বর্তমানে খেলছেন Unión Deportiva Ibiza তে,যা স্পেনের একটি তৃতীয় ডিভিশন ক্লাব। ইতিমধ্যে তার এজেন্ট মারফত তার সাথে যোগাযোগ করেছে এটিকে মোহনবাগান শিবির এমনটাই শোনা যাচ্ছে, যদিও তার তরফে কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে শেষ অবধি।