Derby in Jamshedpur: ফের সমস্যা, ডার্বির হওয়ার সম্ভাবনা এবার জামশেদপুরে

Derby in Jamshedpur: ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। একাধিকবার সেই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। বাগান তারকা…

ISL Kolkata Derby

Derby in Jamshedpur: ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। একাধিকবার সেই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। বাগান তারকা দিমিত্রি পেত্রাতোসদের অনবদ্য পারফরম্যান্সের দরুন পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের।‌

তাই সবুজ-মেরুনের হোম ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়া সম্ভব হয়নি মহেশদের। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। তবে ফিরতি লেগে বদলা নিতে মরিয়া দুই প্রধান। সূচী অনুযায়ী আগামী ১০ই মার্চ মুখোমুখি হওয়ার কথা মোহন-ইস্টের। জামশেদপুরে নাকি হতে পারে এই ম্যাচ।

কিন্তু এই নিয়েও এখনো রয়ে গিয়েছে ব্যাপক জটিলতা। আসলে এইদিন ব্রিগেড সমাবেশ রয়েছে এক রাজনৈতিক দলের। যার দরুণ ম্যাচ করার ক্ষেত্রে যাবতীয় প্রশ্ন উঠতে শুরু করেছিল গত কয়েকদিন ধরেই। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছিল, এবার হয়তো বদলাতে পারে এই ম্যাচের সময়। তবে কোন কিছুই চূড়ান্ত হয়নি। কিন্তু গতকাল থেকেই মনে করা হচ্ছিল যে আজই হয়তো খুলতে চলেছে ডার্বি জট। সেইমতো আজ বিকেল থেকেই খবর ছিল যে সমস্ত কিছু মেনে শহর কলকাতার বুকেই অনুষ্ঠিত হবে আইএসেলের দ্বিতীয় লেগের ডার্বি। সেক্ষেত্রে সন্ধ্যার বদলে রাতে ম্যাচ শুরু হওয়ার কথা শোনা যাচ্ছিল ব্যাপকভাবে। সেইমতো নাকি মিলেছিল পুলিশ প্রশাসনের সম্মতি।

তবে এবার নয়া সমস্যা। মূলত রাতের দিকে ম্যাচ হওয়ার কথা থাকলেও সম্প্রচারের স্লট পাওয়া নিয়ে নতুন করে দেখা দিয়েছে বিতর্ক। মনে করা হচ্ছিল সব ঠিকঠাক থাকলে দশই মার্চ রাত ন’টা থেকে শুরু হতে পারতো এই কলকাতা ডার্বি। কিন্তু সেই নিয়ে এফএসডিএলের তরফে দেখা দিয়েছে সমস্যা। তাদের তরফ থেকে জানানো হয়েছে, সময় পিছিয়ে রাত আটটা পর্যন্ত অপেক্ষা করতে পারে এই আয়োজক সংস্থা।

যারফলে, এবার নয়া বিতর্ক। শোনা যাচ্ছে, এমন পরিস্থিতিতে শহর কলকাতার বদলে জামশেদপুরে নাকি হতে পারে বহু প্রতীক্ষিত এই ম্যাচ। যা সম্পূর্ণ হতাশজনক বাংলার ফুটবলপ্রেমি মানুষদের কাছে।‌ তবে কোন কিছুই চূড়ান্ত হয়নি এখনো পর্যন্ত।