HomeSports NewsAnjum Chopra: পরিস্থিতি যেমনই হোক, অশ্বিনকে দলে রাখবো, স্পষ্ট জানালেন অঞ্জুম চোপড়া

Anjum Chopra: পরিস্থিতি যেমনই হোক, অশ্বিনকে দলে রাখবো, স্পষ্ট জানালেন অঞ্জুম চোপড়া

- Advertisement -

টেস্ট বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনকে না রাখার সিদ্ধান্তে শোরগোল ফেলে দেয় ক্রিকেট মহলে। সে আগুনে আরো ঘি ঢালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হার।

এবার সেই বিষয়ে মুখ খুললেন ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া। যথারীতি, দলে অশ্বিনের না থাকাকে তিনিও ভালো চোখে নেননি।

   

নিউজ ১৮ কে দেওয়া এক সাক্ষাৎকারে চোপড়া বলেন, “আমার নিজের সেরা একাদশে অশ্বিন ছিলেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, একজন খেলোয়াড় হিসেবে আমি সবসময় অশ্বিনকে দলে রাখবো। যেকোনো পিচে ভালো বল করার ক্ষমতা আছে ওঁর। ওঁর যে পরিমাণ দক্ষতা আছে, বা ওঁর রেকর্ড যা বলছে, উনি যে সকলের চেয়ে আলাদা এটা বলার অপেক্ষা রাখে না।”

শেষ ২০২৩ বর্ডার গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ উইকেট ছিল তাঁর (২৫)। ২টি পাঁচ উইকেট হল রয়েছে তাঁর নামে। এমনি রবীন্দ্র জাডেজার সাথে তিনিও সীরিজ সেরা হিসেবে ঘোষিত হন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular