SSB কনস্টেবল পদে নিয়োগ, জানুন বিস্তারিত

আপনি কি সামরিক বাহিনীতে যোগ দিতে চান! তাহলে কেন্দ্র সরকার নিয়ে এলো আপনার জন্য সুখবর। সশস্ত্র সুরক্ষা বল অর্থাৎ এসএসবি পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

আপনি কি সামরিক বাহিনীতে যোগ দিতে চান! তাহলে কেন্দ্র সরকার নিয়ে এলো আপনার জন্য সুখবর। সশস্ত্র সুরক্ষা বল অর্থাৎ এসএসবি পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রায় ১৭০০ কাছাকাছি শূন্য পদে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় এই আধা সামরিক বাহিনী।

আমাদের দেশে যে সমস্ত আধা সামরিক বাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম হলো SSB অর্থাৎ সশস্ত্র সুরক্ষা বল। প্রায় প্রতিবছরই কয়েক লক্ষ তরুণ তরুণী SSB তে যোগদান করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড, সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা হবে। ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।

চলবে আগামী বেশ কিছুদিন পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে পরীক্ষার মাধ্যমে। প্রাথমিকভাবে নেওয়া হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় পাশ করার পরে ফিজিক্যাল টেস্ট এবং সমস্ত ধরনের মেডিকেল টেস্ট উত্তীর্ণ হলে তবে এসএসবি জওয়ান হিসেবে নিযুক্ত করা হবে। আবেদন করার জন্য প্রথমে যেতে হবে SSB এর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে।

তারপরে নিজের নাম নথিভুক্ত করে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাব-ইন্সপেক্টর পদে ১১১টি শূন্য পদ রয়েছে। একই সাথে হেড কনস্টেবল পদে রয়েছে ৯১৮টি শূন্য পদ। আবেদন করার জন্য অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা করে তবে জাতিভিত্তিক শংসাপত্র থাকলে আবেদন ফি মুকুব করা হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন www.ssbrectt.gov.in এই লিংকে।