Mohun Bagan: তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান বাগান ফুটবলাররা, কী বললেন থাপা?

সপ্তাহ কয়েক আগেই সার্জিও লোবেরার ওডিশা এফসির কাছে পরাজিত হতে হয়েছিল হুয়ান ফেরেন্দোর মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলকে। সেই কারনেই এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে…

Anirudh Thapa

সপ্তাহ কয়েক আগেই সার্জিও লোবেরার ওডিশা এফসির কাছে পরাজিত হতে হয়েছিল হুয়ান ফেরেন্দোর মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলকে। সেই কারনেই এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে যেতে হয়েছিল এএফসি কাপ থেকে। একটা সময় যেই ফুটবল দলকে নিয়ে চিন্তা ছিল সকলের, এক ম্যাচ বাকি থাকতেই কিনা টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের যা এখনো ভাবতে পারছেন না অনেকে।

আরও পডুন: Mohun Bagan: কোন ছকে ওডিশা বধের কথা ভাবছে বাগান-বাহিনী? জানুন

   

আবারও সেই দলের মুখোমুখি হচ্ছে মোহনবাগান। এক কথায় বলতে গেলে এটি যেন বদলার লড়াই তাদের সকলের কাছে। বাগান কোচ হুয়ান ফেরেন্দো মুখে কোনো কিছু না বললেও মরিসিওদের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া লিস্টন-বুমোসরা।সেইমতো কয়েকদিন ধরে অনুশীলন করিয়েছেন গোটা দলকে। উল্লেখ্য, গত ম্যাচে হায়দরাবাদ দলের বিপক্ষে সহজ জয় আসলেও গোলের মুখ খুলতে গিয়ে ম্যাচ চলে গিয়েছিল শেষের দিকে।

আরও পডুন: Ayodhya Ram Temple: অযোধ্যা রাম মন্দির অনুষ্ঠানে হাজির থাকবেন সচিন-বিরাট! 

তাই এবার আক্রমণভাগ নিয়ে যথেষ্ট ভাবতে হচ্ছে বাগানের হেডস্যারকে। মনে করা হচ্ছে আজ হয়ত সাদিকুকে শুরু থেকে নামিয়েই গোলের মুখ খোলার দিকে জোর দিতে চান ফেরেন্দো। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হল পুরোনো চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন মনবীর সিং। যা বাড়তি শক্তি জোগাবে মেরিনার্সদের। তবুও বর্তমানে সময়ে দাঁড়িয়ে ওডিশা বধ করা যে খুব একটা সহজ হবে না তা ভালোমতোই বুঝতে পারছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। তবে আজ যে বদলার লড়াই। নিজেদের ঘরের মাঠে হারানো সম্মান ফিরিয়ে আনার লড়াই। তাই আজ নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে শুভাশিসদের।

আরও পডুন: Juan Ferrando: ম্যাচের আগে অজুহাত দিয়ে রাখলেন বাগান কোচ! 

অন্যদিকে, আজ জয় নিয়ে যথেষ্ট আশাবাদী সবুজ-মেরুন তারকা অনিরুদ্ধ থাপা। তার কথায়, পুরোনো ম্যাচে নিজেদের সমস্ত ব্যার্থতা ভুলে আজ ঘরের মাঠে তিন পয়েন্ট সংগ্রহ করাই অন্যতম লক্ষ্য। তাছাড়া পুরোনো তারকারা দলছ ফেরাই আজ যে এক অন্য মোহনবাগানকে দেখতে চলেছে সকলে তার ও ইঙ্গিত দিয়েছেন এই তারকা ফুটবলার।