Mohammedan SC: পুরনো কোচকেই আবার ফিরিয়ে আনল মহামেডান

Andrey Chernyshov

পুরনো কোচকেই আবার ফিরিয়ে আনল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। মঙ্গলবার বিকেলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই পুরনো কোচকে পুনরায় নিয়োগ করার কথা। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে দেওয়ায় হয়েছে কোচ নিয়োগের সংবাদ।

আবারও মহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্ব পেলেন Andrey Chernyshov। ২০২৩-২৪ মরসুমের আই লীগের জন্য ফিরিয়ে নিয়ে আসা হল তাকে। তবে ক্লাবের এই সিদ্ধান্ত যে ফুটবল প্রেমীদের অবাক করেছে এমনটা না। মেহরাজউদ্দীন ওয়াদুকে অপসারণ করার পর আন্দ্রের কামব্যাক সম্পর্কে জল্পনা শুরু হয়েছিল। ময়দানের অনেকেই ধরে নিয়েছিলেন যে দলের দায়িত্ব ফের পেতে চলেছেন Andrey Chernyshov। শেষ পর্যন্ত সেটাই হল।

   

বারবার কোচ বদলের ঘটনায় বিরক্ত মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের একাংশ। ঠিক কোন কারণে মেহরাজউদ্দীন ওয়াদুকে কোচের পদ থেকে সরানো হল সেটা এখনও নিশ্চিত নয়। তার তত্ত্বাবধানে কলকাতা ফুটবল লীগে ভালো খেলেছিল দল। Durand Cup-এও জাগিয়েছিল সম্ভাবনা। মেহরাজউদ্দীন ওয়াদুর কোচিংয়ের শেষ ম্যাচে সাদা কালো ব্রিগেড জিতেছিল ৬-০ গোলে। এরপরেই প্রধান কোচের পদ থেকে বিদায় জানানো হয় তাকে।

Andrey Chernyshov এর আমলে ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছিল ক্লাব। পরপর দুই মরসুম কলকাতা ফুটবল লীগে সেরা দল হিসেবে উঠে এসেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া Durand Cup এবং আই লীগে দ্বিতীয় স্থান অর্জন করেছিল কলকাতার অন্যতম প্রধান এই ক্লাব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন