জল্পনার অবসান ! ফুটবল থেকে অবসর নিলেন ‘দ্যা ডন’

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন অনেক দিন আগেই। এবার ক্লাব ফুটবল সহ সমস্ত ধরনের ফুটবল থেকে অবসর গ্রহন করলেন স্পেনের…

Andrés Iniesta Announces Retirement from Professional Football at Age 40

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন অনেক দিন আগেই। এবার ক্লাব ফুটবল সহ সমস্ত ধরনের ফুটবল থেকে অবসর গ্রহন করলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। গতকাল নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার নিজের অবসরের (Andrés Iniesta retirement) সিদ্ধান্ত ঘোষণা করে জানান ” আমার বন্ধু,সহকর্মী, পরিবারের লোকজন এবং সমস্ত সমর্থকদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও সকলে আমার পাশে থাকবেন।”

বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার তিনি। সে নিজ ক্লাব বার্সেলোনাই হোক বা আন্তর্জাতিক ক্ষেত্রের ফুটবল – সবক্ষেত্রেই সর্বকালের সেরা একাদশে তাঁর নাম থাকবেই। বিশ্ব ফুটবলের রণক্ষেত্রে গোলরক্ষক কিংবা গোলদাতা যতখানি প্রদীপের আলোয় আসে, রক্ষণসৈন্যদের নিয়ে যত চর্চা হয়, তুলনায় ঢের কম শব্দ খরচ হয় মিডফিল্ডারদের নিয়ে। কিন্তু কোচের রণকৌশলে ওরাই অগ্রনায়ক। আন্দ্রেস ইনিয়েস্তা নিঃসন্দেহে নায়কদের ওই দলে মহানায়কের খেতাব পাবেন।

   

নিজের ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারে তিনি লুকা মড্রিচের মত ব্যালন ডি অর পাননি। টোনি ক্রুশের মত তাঁর ঝুলিতে ৫টি চ্যাম্পিয়ন্স ট্রফিও নেই। তাঁর সত্বেও দেশের হয়ে ১৩১টি ম্যাচ খেলে দুটি গুরুত্বপূর্ণ ট্রফি উপহার দিয়েছেন স্প্যানিশ ফুটবলজগতকে। ২০০৮ সালের ইউরো কাপ এবং ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ম্যাচের শেষ মিনিটে তাঁর করা গোলেই প্রথমবারের জন্য বিশ্বকাপ যেতে স্পেন।

বিশ্ব রেকর্ড গড়ল Spain ক্রিকেট টিম, ভারতের কাছেও নেই এই রেকর্ড

ক্লাব ফুটবলে লিয়োনেল মেসি, জাভি অ্যালেনসো, জেরার্ড পিকে, লুইস সুয়ারেজদের কাছে তিনি ছিলেন প্রধান ‘মসীহা’। মাঝমাঠ থেকে তাঁর বাড়ানো বলেই অর্ধেক জয় পেয়েছে বার্সেলোনা। স্প্যানিশ এই ক্লাবটির হয়ে ৬৭৪টি ম্যাচ খেলে সর্বমোট ১৩৬ টি অ্যাসিস্ট রয়েছে তাঁর।

প্রত্যক্ষ ভাবে গোল করতে না পারলেও, ক্লাব ফুটবল এবং জাতীয় দলের হয়ে বেশিরভাগ জয়সূচক গোলের পাসই এসেছে তাঁর পা থেকেই। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার নিজের প্রফেশনাল ক্যারিয়ারে ২টি ইউরো, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ , ৩টি সুপারকাপ, ৭টি সুপারকোপা সহ জিতেছেন প্রায় অধিকাংশ ট্রফিই! সবমিলিয়ে তাঁর অবসরের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি যুগের অবসান।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ইনিয়েস্তা। ফুটবলপ্রেমীরা তাঁর খেলা দেখতে পেতেন ক্লাব ফুটবলে। এ বার আর সেই সুযোগও থাকবে না। তাঁর পাস থেকে মেসি গোল করেন না বহু দিন। গোল করবেন না আর কেউই।

Spain vs England: স্পেন চ্যাম্পিয়ন, ভগ্ন মনোরথ ইংল্যান্ড

ফার্নান্দো তোরেস একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইনিয়েস্তার পায়ে বল গেলে সময় থমকে যায়।’ ফুটবলে দশ নম্বর জার্সি মানেই সর্বেসর্বা। সাত সংখ্যাকে ব্র্যান্ড বানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু অসংখ্যা অ্যাকাডেমির সবুজ ঘাসে, পাড়া মহল্লার অলিগলিতে কেউ কেউ আট নম্বর জার্সি গায়ে চাপানোর স্বপ্নে বিভোর থাকে। আটের নিচে গোটা অক্ষরে দৃশ্যমান ইনিয়েস্তার (Andrés Iniesta retirement) নাম তাদের কাছে আদর্শ আর ভালবাসার অপর নাম।