Andre Russell: খারাপ খেলার পরেও রাসেলকে রেখে দিতে পারে নাইট রাইডার্স

আন্দ্রে রাসেলের (Andre Russell ) আকাশচুম্বী ছক্কার কথা ভক্তরা এখনো মনে রাখবে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও আলোড়ন ফেলেছেন রাসেল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে…

Amidst speculation, Knight Riders may retain Andre Russell despite a below-par game

আন্দ্রে রাসেলের (Andre Russell ) আকাশচুম্বী ছক্কার কথা ভক্তরা এখনো মনে রাখবে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও আলোড়ন ফেলেছেন রাসেল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। কেকেআরে এখনও পর্যন্ত রাসেলের অবদান সব মিলিয়ে খারাপ না। তবে গত মরসুম রাসেলের জন্য বিশেষ কিছু ছিল না। তা সত্ত্বেও রাসেলকে ধরে রাখতে পারে কেকেআর।

মনে করা হচ্ছে, আইপিএল ২০২৪-এর নিলামে রাসেলকে ধরে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স। ৩৫ বছর বয়সী ক্যারিবিয়ান খেলোয়াড় রাসেলের দীর্ঘ ক্যারিয়ার। তবে তিনি বেশ কয়েকবার দারুণ পারফর্ম করেছেন। আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১২ টি ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে করেছেন ২ হাজার ২৬২ রান। আইপিএলে ১০টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। রাসেল বল হাতে নিয়েছেন ৯৬ উইকেট।

   

২০২৩ সালের আইপিএলে ১৪টি ম্যাচ খেলেছেন রাসেল। এ সময় তিনি করেন ২২৭ রান। চলতি মৌসুমে রাসেল নিয়েছেন ৭ উইকেট। ২০২২ মরসুমে খুব ভালো পারফর্ম করেছিলেন ক্যারিবিয়ান স্টার। রাসেল নিয়েছেন ১৭ উইকেট। সেই সঙ্গে সংগ্রহ করতে পেরেছিলেন ৩৩৫ রানও। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৬টি ওয়ানডে খেলেছেন রাসেল। এ সময় তিনি করেন ১০৩৪ রান। ৪টি হাফ সেঞ্চুরি করেন তিনি। এই ফরম্যাটে ৭০ উইকেট নিয়েছেন রাসেল। ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৪১ রান করেছেন তিনি। সেই সঙ্গে নিয়েছেন ৩৯ উইকেটও।

২০১২ সালে আইপিএলে অভিষেক হয় রাসেলের। এই মরসুমে মাত্র ৪ টি ম্যাচ খেলে ৪৭ রান করেছিলেন তিনি। একটি উইকেটও নেন রাসেল। ২০১৯ সালটা রাসেলের জন্য খুব ভালো ছিল। সেই সময় ৫১০ রান করেন তিনি। রাসেল ৪টি হাফ সেঞ্চুরি করেন। এছাড়াও নেন ১১ উইকেট। ২০১৮ সালে ৩১৬ রান করেছিলেন রাসেল। সেই সঙ্গে নিয়েছেন ১৩ উইকেট।