Mohammedan SC: কতটা ভয়ানক হতে পারে মহামেডানের বিদেশি ব্রিগেড? জেনে নিন

আসন্ন প্রিমিয়ার ডিভিশনের লিগ দিয়ে শুরু হতে চলেছে ফুটবল মরশুম। গতবারের মতো এবারও এই ফুটবল টুর্নামেন্টে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করবে সাদা-কালো (Mohammedan SC)…

Mohammedan SC Foreign Brigade

আসন্ন প্রিমিয়ার ডিভিশনের লিগ দিয়ে শুরু হতে চলেছে ফুটবল মরশুম। গতবারের মতো এবারও এই ফুটবল টুর্নামেন্টে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করবে সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেড। পাশাপাশি আগস্ট মাসে অনুষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের দিকে ও নজর থাকবে তাদের।

শেষ মরশুমে বহু লড়াইয়ের পর ডুরান্ডের সেমিতে ওঠার সুযোগ হলেও শেষ পর্যন্ত আর এগোনো সম্ভব হয়নি মহামেডানের পক্ষে। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। তবে এবার সেই সমস্ত ব্যর্থতা কাটিয়ে ডুরান্ড জয় করার লক্ষ্যেই ঝাঁপাতে চাইবে কলকাতার এই আরেক প্রধান।

   

এই প্রসঙ্গে একটি মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সচিব দীপেন্দু বিশ্বাস বলেন, নতুন মরশুমের কথা ভেবে আমরা বিশেষ করে তরুণ ফুটবলারদের উপর জোর দিয়েছি। যাদের অধিকাংশের গড় বয়স প্রায় ২৪ থেকে ২৫ বছরের কাছাকাছি। পাশাপাশি আমরা দলের কথা মাথায় রেখে ৪ জন বিদেশি ফুটবলার কে চূড়ান্ত করেছি। যারা অনেক আগে থেকেই ভারতীয় ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল। যাদের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিস গোমেজ। সেইসাথে এশীয় ও আফ্রিকার থেকে মিডফিল্ডার ও একজন সেন্টার ব্যাক ও সেন্টার ফরোয়ার্ড নেওয়া হয়েছে। তারা যেকোনো সময় প্রতিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠতে পারে। তাছাড়া বহুদিন ধরে ভারতের মাটিতে খেলার ফলে এখানকার পরিস্থিতির সম্পর্কে ওরা যথেষ্ট অবগত।

এছাড়াও দলের সমর্থকদের উদ্দেশ্যে ফুটবল সচিব বলেন, “সকল সমর্থকদের কাছে আমার একটাই বক্তব্য আপনারা দলের পাশে থাকুন। দলকে সমর্থন করুন। নতুন মরশুমের কথা মাথায় রেখে আমরা চারজন বিদেশি ফুটবলার কে সই করিয়েছি। যাদের প্রত্যেকেই আপনারা কম বেশি চেনেন। তাছাড়া দলে একাধিক তরুণ প্রতিভা রয়েছে। যারা আগামী দিনে দলকে অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আশাকরি আগত প্রিমিয়ার ডিভিশনের লিগ থেকে শুরু করে ডুরান্ড কাপ ও হিরো আইলিগে ও ওরা যথেষ্ট ভালো পারফরম্যান্স করবে। তাই আপনারা দলের পাশে থাকুন।” অর্থাৎ গতবারের তুলনায় এবারের মহামেডান যে আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে। তা ভালো মতোই বুঝিয়ে দিলেন দীপেন্দু বিশ্বাস।