দুর্দান্ত ভাবে সন্তোষ ট্রফি (Santosh Trophy) অভিযান শুরু করলো বাংলা দল। ৩-০ গোলে হরিয়ানা কে হারিয়ে দিলো বাংলা।ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেছিলো বিশ্বজিৎ ভট্টাচার্য্য কোচিনাধীন বাংলা দল।ম্যাচের ১৫ মিনিটে তোতন দাসের করা গোলে এগিয়ে যায় বাংলা।দ্বিতীয় গোল আসে ম্যাচের ২৭ মিনিটে সুরজিৎ হাঁসদার পা থেকে।দ্বিতীয়ার্ধে দলের হয়ে জয় সূচক গোলটি করেন রবি হাঁসদা।
জয় দিয়ে এবারের সন্তোষ ট্রফি শুরু করলেও, দলের কম্বিনেশন সম্পর্কে এখনও কপালে ভাঁজ রয়েছে বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের।জানিয়েছেন একটার পর একটা ম্যাচ ধরে এগোতে চান তিনি।প্রথম ম্যাচে পুরো পয়েন্ট তুলে ভালো লাগছে তার, এমনটাই জানিয়েছেন তিনি।কিন্তু তার দাবী এর থেকেও ভালো খেলার ক্ষমতা রাখে তার ছেলেরা।আগামী ম্যাচ গুলো আরও কঠিন হতে চলেছে,প্রতিটা দল বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে, তাই ছেলেদের আরো ভালো খেলার পরামর্শ দিয়েছেন তিনি।
টুর্নামেন্টের আগামী দিন গুলোতে কেরল এবং মনিপুরের মতো শক্তিশালী দল গুলোর বিরুদ্ধে খেলতে হবে।তখন কি আলাদা কোনও পরিকল্পনা করে এগোবে দল।সেটা জানতে চাওয়া হলে বাংলার কোচ বলেছেন আপাতত ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তিনি, তবে এমন শক্তিশালী দল গুলো’র বিরুদ্ধেও ইতিমধ্যে পরিকল্পনা সেরে রেখেছেন তিনি।