এবারের ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) অন্যতম বহু আলোচিত নাম আকাশ মিশ্র (Akash Mishra)। ভারতীয় এই ফুল ব্যাককে দলে নেওয়ার দৌড়ে ছিল ভারতের একাধিক ক্লাব। মোহন বাগান সুপার জায়ান্টও তাকে সই করানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছিল বলে শোনা গিয়েছে। শেষ পর্যন্ত আকাশ বেছে নিয়েছেন মুম্বই সিটিকে (Mumbai City FC)। অন্যান্য অফার ফিরিয়ে কেন মুম্বই? সে কথাই জানিয়েছেন আকাশ।
মোটা অংকের অর্থের বিনিময়ে তারকা ফুটবলারদের সই করানোর ব্যাপারে মোহন বাগান সুপার জায়ান্টের নামডাক রয়েছে। চলতি ট্রান্সফার উইন্ডোতে বহু চমক দিয়েছে বাগান । আকাশ মিশ্রকে দলে নেওয়ার দৌড়েও তারা ছিল বলে অনেকে দাবি করেছিলেন। হায়দরাবাদ এফসির প্রাক্তন ফুটবলার বাণিজ্য নগরীর ক্লাবকেই বেছে নেন নিজের পরবর্তী গন্তব্য হিসেবে। মুম্বই সিটি এফসির মিডিয়া টিমের সঙ্গে কথা বলার সময় আকাশ মিশ্র জানিয়েছেন, কেন তিনি মুম্বই সিটি এফসিকেই শেষ পর্যন্ত প্রাধান্য দিয়েছেন।
আসন্ন Durand Cup-এর আগে থাইল্যান্ডে অনুশীলনে ব্যস্ত মুম্বই সিটি এফসি। নতুন দলের সঙ্গে চুটিয়ে প্র্যাকটিস করছেন আকাশ। “মনে হচ্ছে নিজের চেনা পরিবেশে রয়েছি। সপ্তাহখানেক হল মুম্বই সিটির সঙ্গে রয়েছি, নিজের বাড়ির মতো মনে হচ্ছে। মনেই হচ্ছে না এই প্রথম ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছি। এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না”, বলেছেন আকাশ মিশ্র।
কেন মুম্বই সিটি এফসি? আকাশ জানিয়েছেন, “কোচ দেশ বাকিংহ্যামের সঙ্গে ফোনালাপ এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। আমাদের মধ্যে দল এবং দলের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল। মুম্বই কেন আমাকে দলে নিতে চাইছে সে ব্যাপারে আমাকে বিস্তারিত জানিয়েছিলেন। এবং আমার মনে হয় মুম্বই সিটিকে বেছে নেওয়ার পিছনে এই ফোন কল অন্যতম প্রধান কারণ।”