Akash Mishra: মোহনবাগানকে পাত্তা নিয়ে দিয়ে মুম্বইকে বেছে নিলেন আকাশ

গত মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে খেলা আকাশ মিশ্রাকে (Akash Mishra) দলে টানা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। যার অন্যতম কারন হল তার পারফরম্যান্স।

Akash Mishra - Young Indian Footballer in Action

গত সিজনের মতো এবার ও নিজেদের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চায় মোহনবাগান (Mohun Bagan)। সেইসাথে আসন্ন এএফসি কাপের গ্ৰপ পর্ব ভালো ফল করার লক্ষ্য কলকাতার এই প্রধানের। সেইমতো দল গঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে সবুজ-মেরুন। এক্ষেত্রে, জেসন কামিন্স থেকে শুরু করে একাধিক দেশি-বিদেশী তারকা ফুটবলার কে চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান সুপারজায়ান্টস।

তবে গত মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে খেলা আকাশ মিশ্রাকে (Akash Mishra) দলে টানা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। যার অন্যতম কারন হল তার পারফরম্যান্স। গত মরশুমে ভালো খেলার দরুন একাধিক আইএসএল ক্লাবের নজরে ছিলেন এই তারকা ফুটবলার। তবে কলকাতায় আর আসা হলনা এই ডিফেন্ডারের।

আগামী বেশকিছু মরশুমের কথা মাথায় রেখে এবার মোহনবাগানের হাত থেকে আকাশকে ছিনিয়ে নিল মুম্বাই। আজ সরকারিভাবে ঠিক তেমনটাই ঘোষণা করা হয় তাদের তরফে। একটা সময় প্রায় ১৫ কোটি টাকার চুক্তিতে তিন বছরের জন্য মোহনবাগান সুপারজায়ান্টস দলে যোগ দেওয়ার কথা ছিল আকাশ মিশ্রার। একটা সময় নাকি কলকাতার এই দলে যোগ দেওয়ার জন্য মৌখিক সম্মতি ও দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে বদলে গেল সমস্ত কিছু। যতদূর খবর, বিরাট অর্থের পাশাপাশি আগত কয়েক মরশুমের জন্যই মুম্বাইতে সই করেন তিনি।

যারফলে, আসন্ন মরশুমের জন্য নিজেদের রক্ষনভাগে এক শক্তিশালী তারকা পেয়ে গেল আইএসএল জয়ী এই দল। উল্লেখ্য, আকাশ মিশ্রার যোগ দেওয়ার কথা আজ সরকারিভাবে জানানো হলেও তার খানিকটা আন্দাজ পাওয়া গিয়েছিল গতকাল। কাল ট্রফি নিয়ে ভারতীয় দলের সেলিব্রেশনের পর পৃথকভাবে ক্লাব ভিত্তিক খেলোয়াড়দের সেলিব্রেশনের ছবি ধরা পড়ে সর্বত্র।

যেখানে মুম্বাই সিটি এফসির ফুটবলারদের পাশাপাশি মোহনবাগান সুপারজায়ান্টস ও ইমামি ইস্টবেঙ্গলের দুই ফুটবলার কে দেখা যায় সেলিব্রেশন করতে। সেখানেই মুম্বাই দলের সেলিব্রেশনের সময় রাহুল ভেকে ডেকে নেন আকাশ মিশ্রাকে। যা থেকে পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু। তবে আসন্ন ফুটবল মরশুমে মুম্বাইয়ের হয়ে কতটা সাফল্য পান সেটাই দেখার বিষয়।