Indian Cricket Team: কার্যত ফাঁকা মাঠে গোল গিয়ে গুরু দায়িত্বে আগরকর!

Ajit Agarkar

প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার অজিত আগরকর (Ajit Agarkar ) ভারতীয় দলের (Indian Cricket Team) নতুন প্রধান নির্বাচক হিসেবে নির্বাচিত হয়েছেন। দায়িত্ব নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টি-টোয়েন্টি দল নির্বাচনের জন্য নির্বাচক কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন আগরকর। ২০২৩ বিশ্বকাপের জন্য দল নির্বাচনের দায়িত্বও থাকবে তার কাঁধে।

৪৫ বছর বয়সী অজিত আগরকর এই পদের দৌড়ে এগিয়ে ছিলেন। এর আগে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফের সদস্য ছিলেন লটিনি। দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের সহকারী বোলিং কোচ হিসাবে কাজ করছিলেন। তবে সম্প্রতি তিনি সেই পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

   

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রধান নির্বাচক পদের জন্য আবেদনের শেষ তারিখ ৩০ জুন নির্ধারণ করেছিল। প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার অজিত আগরকরের নাম এই পদের জন্য দৌড়ে এগিয়ে ছিল বলে কানাঘুষো শোনা গিয়েছিল। ৪৫ বছর বয়সী এই প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার ২৬ টি টেস্ট, ১৯১ টি ওয়ান ডে এবং ৪ টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নিজের ক্রিকেটীয় কেরিয়ারে। এর মধ্যে তিনি যথাক্রমে ৫৮ টি উইকেট, ২৮৮ টি উইকেট ও ৩ টি উইকেট যুক্ত করেছিলেন নিজের নামের পাশে।

বিসিসিআই আনুষ্ঠানিকভাবে অজিত আগরকরের নিয়োগের কথা ঘোষণা করেছে। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি অজিত আগরকরের নাম সুপারিশ করেছিল বলে জানা গিয়েছে। নতুন পদে অজিত আগরকরের মেয়াদ শুরু হবে ৫ জুলাই থেকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় পুরুষ টি-টোয়েন্টি দল নির্বাচন করবেন তারা।

আগরকর এখন ভারতে হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপ এবং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য দল নির্বাচনের দায়িত্বে থাকবেন। আগারকরই একমাত্র প্রার্থী যিনি ইন্টারভিউর জন্য উপস্থিত হয়েছিলেন বলে খবর। অশোক মালহোত্রার নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন