IND vs PAK ম্যাচের তিন মাস আগেই ধরা ছোঁয়ার বাইরে বিমান ও হোটেল ভাড়া

১৫ই অক্টোবর আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে বিশ্বকাপের যুযুধান দুই প্রতিপক্ষের ক্রিকেট দ্বন্দ্ব। ভারত পাকিস্তানের এই ম্যাচের আগে আকাশ ছুঁলো বিমানের টিকিট এবং হোটেল…

১৫ই অক্টোবর আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে বিশ্বকাপের যুযুধান দুই প্রতিপক্ষের ক্রিকেট দ্বন্দ্ব। ভারত পাকিস্তানের এই ম্যাচের আগে আকাশ ছুঁলো বিমানের টিকিট এবং হোটেল ভাড়া। বড়ো শহর থেকে আহমেদাবাদ পৌঁছানোর বিমান টিকেটের দাম বেড়েছে প্রায় ৩৫০%। ক্রিকেট ভক্তরা ইতিমধ্যেই টিকিট কেনা আরম্ভ করে দিয়েছে। হোটেল নেওয়ার প্রস্তুতিও তুঙ্গে।

চেন্নাই থেকে আহমেদাবাদের রাউন্ড ট্রিপের জন্য কোনো নন-স্টপ ফ্লাইট নিতে হলে মাথা পিছু খরচ পড়বে ৪৫,৪২৫ টাকা। তিন মাস আগে টিকিটের খরচাই পাহাড় প্রমাণ। ভ্রমণ শিল্প আধিকারিকের সূত্রে জানা যা যায়, বছরের অন্যান্য দিনে সাধারণত এর জন্য লাগে মোটামুটি ১০,০০০ টাকা।

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর অবধি চলবে এই বিশ্বকাপ। শুরু এবং শেষের ম্যাচ দুটিই হবে আহমেদাবাদে। আহমেদাবাদ যাওয়ার ভাড়া তো বেড়েছেই, পাশাপাশি দিল্লি এবং মুম্বই যাওয়ার ভাড়াও এখন ধরা ছোঁয়ার বাইরে! ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মুম্বই এবং দিল্লি পৌঁছানোর ভাড়া যথাক্রমে ৩৩৯% এবং ২০৩% বেড়ে গেছে।

টিকিট ভাড়া বেড়ে যাওয়ায় পাশাপাশি বৃড়ে গেছে হোটেলের খরচও। এর মধ্যেই যদিও আহমেদাবাদের হোটেলগুলি প্রায় ভর্তি হয়ে গেছে। শহরের এক হোটেলকর্মীই বলেন, হোটেল খরচা ৬০% শতাংশ বাড়লেও পাঁচ তারৃ হোটেলে ম্যাচের দিনে খালি ঘর পাওয়া দায়।

অতএব ক্রিকেট পাগল এই দেশে ক্রিকেটে কে জিতলতার খোঁজ না থাকলেও ব্যাবসার যে দিব্ব উন্নতি হচ্ছে, এ বিষয়ে হন্দেহ নেই!