বেলা গড়াতেই পূর্বাভাস মত কলকাতায় নামল ঝমঝমিয়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয় আজ কলকাতায় থাকবে মেঘলা আকাশ। এর সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই মত সকাল ১১ টার পর থেকেই বৃষ্টি নামে। দিনভর বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।
আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ। ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। এছাড়া, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া মোরগ। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।
অপর দিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে।
মঙ্গলবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।