ভিএআর প্রযুক্তি নিয়ে এবার মুখ খুললেন সত্যনারায়ণ, কী বলছেন তিনি ?

দেশীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে রেফারিং ইস্যু কোনো নতুন ঘটনা নয়। গত কয়েক মরশুম ধরেই চলে আসছে এই ধারা। শেষ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের মতো মঞ্চে…

AIFF Hints at VAR Implementation in Indian Football, Says Acting Secretary General

দেশীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে রেফারিং ইস্যু কোনো নতুন ঘটনা নয়। গত কয়েক মরশুম ধরেই চলে আসছে এই ধারা। শেষ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের মতো মঞ্চে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স ম্যাচে সুনীল ছেত্রীর গোল নিয়ে দেখা দেয় বিতর্ক। আসলে, রেফারির তরফ থেকে সেটিকে গোল হিসেবে বিবেচনা করা হলেও তা মানতে চায়নি কেরালা ফুটবল দল। যার প্রতিবাদ জানাতে মাঠ থেকে দল তুলে নেয় কেরালা কোচ ইভান ভুকোমানোভিচ।

পরবর্তীতে এফএসডিএল কর্তাদের পাশাপাশি ম্যাচ কমিশনারেটের তরফ থেকে মাঠে আসার অনুরোধ করা হলেও তাতে রাজে হয়নি দক্ষিণের এই ফুটবল দল। কিছু সময় পরেই খারাপ রেফারিংয়ের অভিযোগ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে চিঠি প্রদান করা হলেও আখেরে কোনো লাভ হয়নি। বরং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে তাদের বিরুদ্ধে নেওয়া কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত।

কিন্তু আর বেশিদিন নয়। এবার ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে যুক্ত হতে চলেছে ভিএআর প্রযুক্তি। মূলত, স্বচ্ছ রেফারিংয়ের কথা মাথায় রেখে ভারতীয় ফুটবলের সঙ্গে এবার ভিএআর প্রযুক্তি যুক্ত হতে চলেছে দেশের প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগের ক্ষেত্রে। অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ ও আইলিগের মতো ফুটবল টুর্নামেন্টে। তবে এখনি আসছে না এই প্রযুক্তি। আগামী ২০২৫-২৬ মরশুম থেকে এই দুই ফুটবল টুর্নামেন্টে লাগু হতে চলেছে এই নয়া প্রযুক্তি। এমনটাই জানা গিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন এম সত্যনারায়ণ।

তিনি বলেন, আমাদের দেখতে হবে যে প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসছে। তবে এটির ফলে আগত মরশুমে আইএসএল ও আইলিগে অংশগ্রহণকারী দলগুলো যথেষ্ট লাভবান হতে চলেছে। এক্ষেত্রে সিদ্ধান্ত আরও নিখুঁত নেওয়া সম্ভব হবে।