Md.Shami: কেরামতি দেখালেই শামি ‘খাঁটি ভারতীয়’, হারলেই ‘গদ্দার পাকিস্তানি’

ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে নাশকতার হুমকি দিচ্ছে খালিস্তানপন্থী শিখ জঙ্গি নেতা গুপতবন্ত সিং পান্নুন। ভারত সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পান্নুন ইউরোপ ও কানাডায় বিপুল…

Mohammed Shami's Magnificent Seven: Bengal's Shahensha Shines in World Cup Semi-Final

ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে নাশকতার হুমকি দিচ্ছে খালিস্তানপন্থী শিখ জঙ্গি নেতা গুপতবন্ত সিং পান্নুন। ভারত সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পান্নুন ইউরোপ ও কানাডায় বিপুল জনপ্রিয়। প্রকাশ্যে ঘুরে বেড়ায়। সরাসরি ভিডিওবার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদীকে হুমকি দেয়, নাশততার হুঁশিয়ারি দেয়। পাঞ্জাব ও হরিয়ানা সহ উত্তর পশ্চিম ভারতে সক্রিয় খালিস্তানপন্থী সংগঠনগুলির অন্যতম নেতা হিসেবে চিহ্নিত পান্নুন। ভারত ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলির দাবি, ১৯৮০ দশকে পাকিস্তানের মদতে ভারতের মাটিতে ধর্মীয় অস্থিরতার জন্য যে সশস্ত্র খালিস্তানি বিচ্ছিন্নতাবাদ তৈরি করা হয়েছিল তার বর্তমান মূল মাথা পান্নুন। উগ্র শিখ ধর্মীয় খালিস্তানি আন্দেলন নিয়ে সাম্প্রতিক সময়ে বিশেষ চিন্তিত গোয়েন্দা বিভাগ। এই আবহে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল হবে। একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন,  পাক মদতে খালিস্তানি জঙ্গি হুঁশিয়ারি থাকলেও গুজরাট সহ দেশবাসী ততটা জাগরুক নন। ততোধিক আলোচনা চলছে ক্রিকেটার মহম্মদ শামিকে (Md.Shami) নিয়ে। এক্ষেত্রে তাঁর ক্রীড়াবিদ পরিচয় কম, ধর্মীয় পরিচয়টি বড় করা হচ্ছে।

বিশ্লেষণে উঠে আসছে মহম্মদ শামিকে নিয়ে নেটিজেন মহলের মন্তব্য। সেখানে শামি যতটা  না চর্চিত তাঁর নৈপুন্য ও নজির তৈরিতে তার চেয়ে বেশি আলোচিত ধর্মীয় দৃষ্টিকোণে। বিশ্লেষকরা হাজার হাজার নেটিজেন মন্তব্য (ফেসবুক, এক্স, ইউটিউব) খতিয়ে দেখে নিশ্চিত মহম্মদ সামির জন্য আগামী পথ আরো কঠিন।

বেশিরভাগ বিশ্লেষকরা জানিয়েছেন, খেলার মাঠে তীব্র লড়াই করা মহম্মদ শামি যদি রবিবার কোনও কারণে অকৃতকার্য হন তাহলে এক সেকেন্ডের মধ্যে তিনি ‘গদ্দার’ (বেইমান),’পাকিস্তানি’ হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। আর সফলতা ধরে রাখলেই তাহলে মহম্মদ সামি হবেন ‘খাঁটি দেশপ্রেমিক ভারতীয়’।

বিশ্লেষকরা আরও বলছেন, দেশে হিন্দুবাদী রাজনীতি ক্ষমতার কেন্দ্রে থাকার সুবাদে নেটিজেন মহলে তাদের বিনিয়োগ ও অবস্থান সর্বাধিক। তাদের উগ্র রাজনৈতিক চিন্তাধারা যে কোনও ঘটনাকে ধর্মীয় ছাঁকনিতে ফেলে বিতর্ক তৈরি করে। এর রাজনৈতিক ফায়দা তোলা হয়। তেমনই এদের বিশ্লেষণে উঠে আসছে মহম্মদ শামিকে ঘিরে ইসলামপন্থীদের আগাম ধর্মীয় মন্তব্য ও মারাত্মক দাবিগুলি। এই ধরণের ইসলামপন্থী মন্তব্যকারীরা সামিকে জন্নতের (স্বর্গ) দূত, মসিহা (অবতার) হিসেবে চিহ্নিত করছে। ফলে মহম্মদ শামিকে ঘিরে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে হিন্দুতবাদী-ইসলামপন্থী নেটিজেনরা যুদ্ধে নামতে তৈরি।

বিশ্লেষকরা বলছেন, এটা নিশ্চিত যে ক্রিকেট পারফরম্যান্সের বিচারে মহম্মদ শামিকে দেশভক্ত অথবা দেশদ্রোহী বলা হবে। তবে একেবারেই আলোচনায় আসছে না বিশ্বকাপে নাশকতার হুমকি দেওয়া খালিস্তানি সন্ত্রাসবাদ প্রসঙ্গটি। অথচ এই খালিস্তানপন্থীদের কার্যকলাপ দেশের অন্যান্য জঙ্গি সংগঠনগুলির মতো চিন্তায় রেখেছে প্রতিরক্ষা বিশ্লেষকদের।