Indian Football: ফুটবল দলের সঙ্গে যুক্ত হলেন নয়া সদস্য, নয়া উদ্যোগ এআইএফএফে

Indian National Football Team in action on the field.

মাত্র কটা দিন, তারপরেই ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো জনপ্রিয় টুর্নামেন্টে নামতে চলেছে ভারতীয় ফুটবল (Indian Football) দল। তারজন্য গত কয়েক সপ্তাহ ধরেই তোড়জোড় দেখা দিয়েছে ভুবনেশ্বরে। পাশাপাশি জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় ফুটবল দল। তবে এবার শুধু ফুটবলার কিংবা কোচিং স্টাফ’ই নয়, দলের সঙ্গে যুক্ত হলেন বিশেষ অতিথি। শ্যামল বল্লবজী। পেশায় তিনি একজন মনোবিদ।

মূলত ভারতীয় ফুটবলারদের মানসিক সুস্থতার কথা মাথায় রেখেই তাকে এবার যুক্ত করা হল। ভারতীয় ফুটবলের ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা। তবে মনোবিদের উপস্থিতি দলের পারফরম্যান্সে যথেষ্ট ভালো প্রভাব ফেলবে।

   

পূর্বে ও খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ফুটবলের ক্ষেত্রে নতুন হলেও বিশিষ্ট গলফার থেকে শুরু করে আইপিএলের বেশকিছু দলের হয়ে কাজ করেছেন তিনি। এই নিয়ে গতকাল ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বলা হয়, যে আগামী হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকে শুরু করে সাফ চ্যাম্পিয়নশিপ এমনকি আগামী এশিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টের ক্ষেত্রে ও দলের সঙ্গে যুক্ত থাকবেন বল্লবজী।

এছাড়াও তাকে নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। তার কথায়, দলের মধ্যে মনোবিদ থাকার ফলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস থেকে শুরু করে স্নায়ুর চাপের মতো বিষয়গুলো কে বুঝে উপযুক্ত রণকৌশল তৈরি করা সহজ হবে। সেইসাথে প্রয়োজন পড়লে খেলোয়াড়দের সাথে আলাদা করে কথা বলে সমস্যার সমাধান করা যাবে। বলতে গেলে দলের পাশাপাশি কোচিং স্টাফদের মধ্যে একতা বজায় রাখার ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা নেবেন এই মনোবিদ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন