Breaking News: ভাঙড়ে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ

Breaking News: ভাঙড়ের কাশিপুর থানা এলাকার তৃণমূল কর্মী সরিফুল মোল্লার বাড়িতে বোমা বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম সরিফুল ইসলামের স্ত্রী।  মঙ্গলবার রাতে স্থানীয় তৃণমূল কর্মী সরিফুল…

bhangar blast

Breaking News: ভাঙড়ের কাশিপুর থানা এলাকার তৃণমূল কর্মী সরিফুল মোল্লার বাড়িতে বোমা বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম সরিফুল ইসলামের স্ত্রী।  মঙ্গলবার রাতে স্থানীয় তৃণমূল কর্মী সরিফুল মোল্লার বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে ওই বাড়ির কার্নিশ ভেঙে গিয়েছে। জখম সরিফুলের স্ত্রীকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এই বিস্ফোরণের ঘটনার খবর পেয়েছে এলাকায় পৌঁছছে কাশিপুর থানার পুলিশ। তারা ঘটনাস্থলটি কর্ডন করে রেখে। এগরা, বজবজ, দুবরাজপুর এবং মালদহের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পর পর এই সমস্ত ঘটনার জেরে রাজনৈতিক মহলে হই চই পড়েছে। ভাঙড়ের  ঘটনার পরেই তা আরও চড়েছে।

ভাঙড়ের ঘটনার পিছনে আইএসএফের হাত রয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, আইএসএফ ওই তৃণমূল কর্মীর বাড়িতে বোমা ছুড়েছে৷ অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশদ সিদ্দিকী অভিযোগ অস্বীকার করেছে৷ তিনি দাবি করেছেন, কী করে এই বিস্ফোরণ ঘটল, তার প্রকৃত কারণ জানতে এন আই এ তদন্ত করা হোক৷