HomeSports NewsIgor Stimach : প্রত্যাশা পূরণে সফল হয়েছেন ইগোর

Igor Stimach : প্রত্যাশা পূরণে সফল হয়েছেন ইগোর

- Advertisement -

একের পর এক ম্যাচে পরাজয়। তবুও নিজের লক্ষ্য পূরণে ইগোর স্টিম্যাচ (Igor Stimach) সফল। অন্তত এমনটাই জানা যাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) টেকনিকাল কমিটির তরফে। 

জর্ডনের বিরুদ্ধে দুই গোলে ম্যাচ হারার পর ফের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ইগোর স্টিম্যাচ। ফুটবল প্রেমীরা প্রশ্ন তুলেছেন, জাতীয় দলের এমন হতশ্রী পারফরম্যান্সের পরেও কেন তাঁকে দায়িত্বে রাখা হয়েছে। 

   

ইগোরের সঙ্গে চুক্তি নবীকরণ করার বিষয়ে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার টেকনিকাল কমিটির সদস্য হেনরি মেনেজেস বলেছেন, ‘ কোচের সামনে টার্গেট দেওয়া হয়েছিল। দলকে দ্বিতীয় স্থানে রাখা ছিল আমাদের প্রধান উদ্দেশ্য। আর না হলে তৃতীয় স্থানে। দল তৃতীয় স্থানে ছিল। এবং এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করেছে।’

ভারতীয় ফুটবল প্রেমীরা কোচের ভূমিকায় খুশি না হলেও ইগোর খুব একটা অখুশি নন। জর্ডনের বিরুদ্ধে ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘ ম্যাচের অধিকাংশ সময় ছেলেরা ভালোই খেলেছে। এটা দুর্ভাগ্য যে আমরা আগে গোল করতে পারিনি… বিতরির পর জর্ডনকে চাপে রেখেছিলাম।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular