AIFF: জাতীয় দলের গুরু দায়িত্ব পেলেন দুই বঙ্গ সন্তান

AIFF Technical Committee recommended Chaoba Devi for Senior Women’s Team Head Coach

বুধবার ভার্চুয়াল বৈঠকে বসেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) টেকনিক্যাল কমিটি। আইএম বিজয়নের সভাপতিত্বে হয়েছে এই সভা। আলোচনার মাধ্যমে উইমেন্স সিনিয়র ও বয়স ভিত্তিক পুরুষ, মহিলা দলের কোচেদের নাম চূড়ান্ত করা হয়েছে। গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দুই বঙ্গ সন্তানকে।

বৈঠকে টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পিঙ্কি বোমপাল মাগার, শাব্বির আলী, ভিক্টর অমলরাজ, সন্তোষ সিং এবং ক্লাইম্যাক্স লরেন্সদের মতো বিশিষ্টরা প্রশিক্ষকদের নাম বেছে নিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন এআইএফএফের টেকনিক্যাল ডিরেক্টর সৈয়দ সাবির পাশা।

   

বিস্তারিত আলোচনার পর কমিটি লঙ্গম চাওবা দেবীকে ভারতীয় সিনিয়র মহিলা জাতীয় দলের প্রধান কোচ হিসাবে সুপারিশ করেছে। কমিটি সিনিয়র মহিলা জাতীয় দলের জন্য যথাক্রমে প্রিয়া পিভি এবং রনিবালা চানুকে সহকারী, গোলকিপিং কোচ হিসাবে সুপারিশ করেছে। টেকনিক্যাল কমিটি কর্তৃক সুপারিশ হওয়া এই তিনজন কোচই ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের আলানিয়ায় তুর্কি মহিলা কাপের সময় সিনিয়র মহিলা জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করেছিলেন।

টেকনিক্যাল কমিটি পুরুষদের অনূর্ধ্ব-১৬ ও পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের কোচ নিয়োগ নিয়েও আলোচনা করেছে। আবেদন পর্যালোচনা করার পরে কমিটি অনূর্ধ্ব-১৬ পুরুষ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ইশফাক আহমেদকে বেছে নিয়েছেন। তাঁর সহকারী কোচ হচ্ছেন ইয়ান চেং ল, গোলকিপিং কোচ হচ্ছেন মহম্মদ জাকির হুসাইন। অনূর্ধ্ব-১৯ পুরুষ জাতীয় দলের প্রধান কোচ হচ্ছেন রঞ্জন চৌধুরী ও গোলকিপিং কোচের দায়িত্বে সন্দীপ নন্দী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন