Priyanka Gandhi: ‘ভগবান রামও তো…’, পরিবারতন্ত্র ইস্যুতে বিজেপিকে কী জবাব দিলেন প্রিয়াঙ্কা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির ছোট-বড় নেতারা সব সময়ই কংগ্রেসের বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ তোলেন। কেরলের ওয়ানাদে ভোট (Lok Sabha Election) প্রচারে গিয়ে পরিবারবাদ…

Priyanka-Gandhi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির ছোট-বড় নেতারা সব সময়ই কংগ্রেসের বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ তোলেন। কেরলের ওয়ানাদে ভোট (Lok Sabha Election) প্রচারে গিয়ে পরিবারবাদ ইস্যুতে বিজেপিকে কড়া জবাব দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

প্রিয়াঙ্কা বলেন, ‘…ওরা আমার পরিবার, আমি কেন ওদের রক্ষা করব না?…আমি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করতে পারি, ওনাদের দলে (দলের নেতাদের পরিবারের সদস্য) সংখ্যা বেশি। যখন ওরা পরিবারতন্ত্রের কথা বলে, তখন তাদের বোঝা উচিত যে প্রতিটি পরিবারেরই মর্যাদা রয়েছে, প্রতিটি পরিবারেরই কিছু নীতি রয়েছে। পরিবারের সদস্যরা সর্বদা এই নীতিগুলির জন্য লড়াই করবে। এটাই আমাদের ঐতিহ্য। প্রভু রামও একই কাজ করেছিলেন…সত্য জনগণের সামনে। এই (গান্ধী) পরিবারের সদস্যরা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তা অব্যাহত রাখব…’

বিজেপি নেতারা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কংগ্রসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। কংগ্রেসের বিরুদ্ধে গেরুয়া শিবিরের এই আক্রমণ সম্পর্কে দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বলেন, ‘এটা ওদের পুরানো অভ্যাস। আমরা শুরু থেকে আজ অবধি ভিশন নিয়ে কথা বলে আসছি…আপনারা আমার বক্তব্যও শুনতে পারেন…ওদের বক্তব্য শুনলে তাতে কী থাকে? কীসের দর্শন? আপনি ভিশন ২০৪৭ বলছেন, কিন্তু সেই ভিশন কী? দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি গত ১০ বছরে কী করেছেন?…সাধারণ মানুষের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কী? বেকারত্ব নিয়ে কী করছেন? মুদ্রাস্ফীতি সম্পর্কে?…’

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সহ বিজেপির বড় বড় নেতাদের আচরণ দেখে মনে হচ্ছে, নির্বাচনের ফলাফল তাঁদের পক্ষে যাচ্ছে না। তাঁরা হতাশ বলে মনে হচ্ছে। সেই থেকেই উদ্ভট মন্তব্য করছে…ওরা যদি ১০ বছরে জনগণের জন্য কিছু করত, তাহলে মঞ্চ থেকে যা আলোচনা হচ্ছে, তা নিয়ে আলোচনা হত না। ওরা প্রতিদিন নতুন নতুন ইস্যু উত্থাপন করে যার সঙ্গে জনসাধারণের কোনও সম্পর্ক নেই … আপনি এমন একটি স্তরে নেমে গেছেন যেখানে আপনি লোকদের কাছে মিথ্যা কথা বলেন এবং তাদের বিভ্রান্ত করার ও ভয় দেখানোর চেষ্টা করেন। ভোটের হাওয়া ওদের পক্ষে নেই, এটা বুঝতে পেরেই এমনটা করছেন ওনারা।’

অনুন্নয়ন ইস্যুতেও বিজেপিকে কড়া আক্রমণ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘আপনি যদি প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিজেপি নেতাদের বক্তৃতার দিকে তাকান, তবে আপনি দেখতে পাবেন যে ওরা আপনার সমস্যার কথা বলবে না, ওরা উন্নয়ন সম্পর্কে কথা বলবে না, ওরা আসল ইস্যু নিয়ে কথা বলবে না। প্রতিদিন ওরা একটি নতুন ইস্যু টেনে আনে যা আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত নয়, আপনার অগ্রগতির সঙ্গে সম্পর্কিত নয়, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্বের সঙ্গে সম্পর্কিত নয়। শুধু তাই নয়, এসব বলে ওরা মিডিয়াকে সেইসব অপ্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে কথা বলতে বাধ্য করে।’