সম্প্রতি ভারতীয় ফুটবলের ওপর বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা নিষেধাজ্ঞার খাড়া নামিয়েছে। সুপ্রীম কোর্টের নির্দেশে ২ সেপ্টেম্বর নির্বাচন হতে চলেছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার AIFF’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জনাব সুনন্দ ধর চিঠি পাঠিয়েছেন FIFA মহাসচিব ফাতমা সামৌরাকে। ওই চিঠিতে অনুরোধ করা হয়েছে “এআইএফএফ’র ওপর নিষেধাজ্ঞা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য”৷
ফিফা মহাসচিবকে লেখা চিঠিতে সুনন্দ ধর ভারতের সুপ্রীম কোর্টের সামনে মামলার হলফনামার উল্লেখ করে লিখেছেন, “এটা অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি যে ভারতের সুপ্রীম কোর্ট আমাদের বিষয়টি নিয়েছিল এবং ২২.০৫.২০২২ তারিখের নির্দেশে CoA ম্যান্ডেটের সম্পূর্ণ প্রত্যাহার করে এবং এর ফলস্বরূপ AIFF’র দৈনন্দিন বিষয়গুলির সম্পূর্ণ দায়িত্ব AIFF’র হাতে দিয়েছে।”
এই পরিপ্রেক্ষিতে চিঠিতে আরও বলা হয়েছে” আমরা ফিফা এবং বিশেষ করে ব্যুরোকে এআইএফএফ’কে নির্বাসিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। যেহেতু স্থগিতাদেশ তুলে নেওয়ার জন্য আপনার চিঠিতে দেওয়া শর্তগুলির ওপর কাজ চলছে , তাই আমরা অনুরোধ করছি যে এআইএফএফ’র জন্য ভারতে ফুটবলের সুষ্ঠুভাবে চলা চালিয়ে যাওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি আদেশ পাস করা হোক।”
প্রসঙ্গত, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ভারতীয় ফুটবলের ওপর নির্বাসনের খাড়া নামাতেই দেশের ফুটবল মহলের মাথায় আকাশ ভেঙে পড়ে। সুপ্রীম কোর্টে বল গড়ায়।অনেক টানাপোড়ন শেষে আগামী সেপ্টেম্বর এআইএফএফ’র নির্বাচন হতে চলেছে।ফলে নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি দেশের ফুটবলের দায়িত্ব গ্রহণ করলেই উদ্ভুত সমস্যা সমাধান হবে তা বলাই চলে। তাই দেশের ফুটবল মহলে এখন জোর তৎপরতা ফেডারেশনের নির্বাচন ঘিরে।