ভারত-কাতার ম্যাচ নিয়ে এবার সরব কল্যাণ চৌবে, কী বললেন?

মঙ্গলবার দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে শক্তিশালী কাতারের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল (India-Qatar Match)। এই ম্যাচের উপরেই নির্ভর করছিল ভারতের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন।…

AIFF President Kalyan Chaubey Criticizes Refereeing in India-Qatar Match

মঙ্গলবার দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে শক্তিশালী কাতারের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল (India-Qatar Match)। এই ম্যাচের উপরেই নির্ভর করছিল ভারতের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন। আসলে এই ম্যাচ জয় পেলেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডে চলে যেত মহেশরা। সেইমতো লড়াই করতে নেমেছিল ব্লু-টাইগার্স। প্রথম থেকেই কাতারের রক্ষনভাগে চাপ বাড়াতে শুরু করেছিল ব্র্যান্ডনরা। এমনকি একাধিকবার গোলের সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন রহিম আলী। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না কোনো ভাবেই। পরবর্তীতে ছাংতের করা গোলে এগিয়ে যায় দল।

প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়ে ছিল ভারত। তবে দ্বিতীয়ার্ধ থেকেই চাপ বাড়াতে থাকে কাতার। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ভারত। কিন্তু ম্যাচের ঠিক শেষ অর্ধে গোল লাইনের বাইরে থাকা বলকে ভিতরে টেনে গোল করে যান প্রতিপক্ষ দলের এক ফুটবলার। যা নিয়ে পরবর্তীতে গুরপ্রীতরা প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং সেটিকে গোল হিসেবে সম্মতি দেন কোরিয়ান ম্যাচ রেফারি। যা নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করে ভারতীয় ফুটবলপ্রেমীরা। পরবর্তীতে সেই ভিডিও নিয়ে নিন্দের ঝড় বইতে শুরু করে নেট মাধ্যমে। এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।

   

তিনি বলেন, জয় এবং পরাজয় খেলার একটি অংশ। আমরা সেটাই শিখেছি। কিন্তু গতকাল ভারতের বিপক্ষে কাতারের করা দুইটি গোলের মধ্যে একটি তার ব্যতিক্রম। সেই নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আরো বলেন, এই প্রসঙ্গেই আমরা ফিফা হেড অফ কোয়ালিফায়ার, এএফসি হেড অফ কম্পিডিশন এবং ম্যাচ কমিশনারকে বিশেষ চিঠি প্রদান করেছি। যেখানে আমরা সমস্ত উচ্চ পদস্থ কর্মকর্তাদের এই গোটা বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছি।