ফিফা ব়্যাঙ্কিংয়ে আরো উন্নতি করার ভাবনা AIFF সভাপতির

গত মার্চ মাসের শেষের দিকে মায়ানমার ও শক্তিশালী কিরঘিজ রিপাবলিককে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতেছে সুনীল ছেত্রীর ভারত। তারপরেই বড়সড় বদল আসে ফিফার ক্রমবর্ধমান তালিকায়।

AIFF General Secretary Kalyan Chaubey addressing the media

গত মার্চ মাসের শেষের দিকে মায়ানমার ও শক্তিশালী কিরঘিজ রিপাবলিককে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতেছে সুনীল ছেত্রীর ভারত। তারপরেই বড়সড় বদল আসে ফিফার ক্রমবর্ধমান তালিকায়। এক লাফে ৫ ধাপ উপরে উঠে গিয়ে বর্তমানে ১০১ নম্বরে স্থান পায় ব্লু টাইগার্সরা। তবে এবার ১০০ গন্ডি টপকে আরো ভালো পজিশনে যাওয়ার ভাবনা ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবের (AIFF President Kalyan Chaube )।

এই প্রসঙ্গে তিনি এক স্থানে লেখেন, গত টুর্নামেন্টে মায়ানমার ও কিরঘিজ রিপাবলিকের বিরুদ্ধে জয় পাওয়ায় ভারতীয় দল যথেষ্ট আত্মবিশ্বাসী। তাছাড়া এর প্রভাব ও এসেছে ফিফার ক্রমবর্ধমান তালিকার ক্ষেত্রে। বর্তমানে ১০১ নম্বর স্থানে দাড়িয়ে রয়েছে আমাদের ভারত। তবে আগামী দিনে ১০০ এর গন্ডি পেরিয়ে তার থেকে ও অনেক উপরে ওঠাই আমাদের একমাত্র লক্ষ্য। তারজন্য আমরা আরো অনেক চেষ্টা করব। যাতে আগামী দিনে আমাদের পরিকল্পনা সফল হয়।

বলাবাহুল্য, গত ১৯৯৬ সালে ফিফা তালিকায় ৯৪ নম্বরে উঠে এসেছিল ভারতীয় ব্রিগেড। সেটাই এখনো পর্যন্ত ভারতীয় ফুটবলের ইতিহাসে সেরা স্থান। সেই সময় ভারতীয় দলের দায়িত্বে ছিলেন কোচ আক্রামভ। এছাড়াও প্রায় তিনবার ১০০ গন্ডি অতিরিক্ত করেছিল ভারতীয় দল। তবে এবার নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে এগোতে চান ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।

উল্লেখ্য, গত বছর আন্তর্জাতিক ক্ষেত্রে আফগানিস্তান, কম্বোডিয়া ও হংকংয়ের মতো দেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত। তারপর এবার ত্রিদেশীয় টুর্নামেন্টে ও সাফল্য এসেছে গুরপ্রীত- সুনীলদের। তবে এখানেই শেষ নয়। আগামী মাসেই ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল টুর্নামেন্ট খেলতে নামবে ভারতীয় দল। সেখানে ও সাফল্য পেতে মরিয়া ছেত্রী ব্রিগেড।