সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে (AIFF) নির্বাচনে জয়ী হলেন প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে৷ তিনি বাইচুং ভুটিয়াকে ৩৩-১ ভোটের ব্যবধ্যানে হারিয়ে জয়ী হলেন৷ শুক্রবার AIFF’র ভোটের ফলাফলের ভিত্তিতে নতুন সভাপতি হলেন কল্যাণ৷
যদিও দেশের রাজ্য ফুটবল সংস্থাগুলো সর্বসম্মতভাবে AIFF সভাপতি হিসাবে কল্যাণ চৌবে নামে অনুমোদন জানিয়েছে। কিন্তু বাইচুং মনোনয়ন পত্র পেশ করায় ভোট করতে হয়েছে৷ সম্প্রতি ভারতীয় ফুটবলের ওপর বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA নিষেধাজ্ঞার খাঁড়া নামিয়েছে। ভারতের সুপ্রীম কোর্ট গোটা বিষয়ে হস্তক্ষেপ করেছে।