AIFF: ভোল পাল্টাতে চলেছে ভারতীয় ফুটবলে

Indian football

সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলের ওপর দিয়ে ঝড় বয়ে চলেছে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার নির্বাসনের গুতোয় দেশের ফুটবলের আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছিল,তৃতীয় পক্ষের হস্তক্ষেপের ইস্যুতে। শেষমেশ নির্বাচনের রাস্তায় হেটে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ভারতীয় ফুটবলকে ফিফার নির্বাসনের শাস্তি থেকে মুক্ত করে। এবার নব নির্বাচিত ফেডারেশন ভারতীয় ফুটবলের জন্য সর্বজনীনতার নীতিকে সামনে আনতে চলেছে।Football

Advertisements

জানা গিয়েছে, লিগ কমিটি আই-লিগের ম্যাচের দিনে স্কোয়াডে বিদেশিদের সংখ্যা বাড়িয়ে ৫+১ করার সুপারিশ করেছে এর মধ্যে, ৩+১ ভিত্তিতে যেকোন সময়ে প্লেয়িং ইলেভেনে মোট চারজন বিদেশীকে অনুমতি দেওয়ার সুপারিশ রয়েছে।

   

এরই সঙ্গে, সেকেন্ড ডিভিশন লিগে কোনো বিদেশি খেলোয়াড় খেলানো যাবে না। সেকেন্ড ডিভিশন আইলিগে সারা দেশ থেকে মোট ১৫ টা দল থাকবে। এছাড়াও ইন্ডিয়ান সুপার লিগ (ISL) এবং আই-লিগের রিজার্ভ দলগুলির সাথে, চূড়ান্ত রাউন্ডগুলি হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। পাশাপাশি, অনূর্ধ্ব-২২ খেলোয়াড়ের ইস্যুতে কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

Advertisements

অন্যদিকে, কেনক্রে ফুটবল ক্লাব আই-লিগে রিটেনশনের জন্য AIFF’র কাছে আবেদন করেছে। লিগ কমিটি সহানুভূতির সঙ্গে বিষয়টি নিয়েছে এবং এই বিষয়টা সুপারিশ করা হয়েছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কাছে এবং ওই সুপারিশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে।