AIFF: বাইচুং ভুটিয়াকে নিয়ে টুইট পোস্ট ফেডারেশনের

মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) টুইট করে ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়াকে কুর্নিশ জানিয়েছে ১০০ তম ম্যাচ খেলার ঐতিহাসিক মাইলস্টোনকে স্মরণীয় করে রাখতে। আসলে ১৪…

Bhaichung Bhutia

মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) টুইট করে ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়াকে কুর্নিশ জানিয়েছে ১০০ তম ম্যাচ খেলার ঐতিহাসিক মাইলস্টোনকে স্মরণীয় করে রাখতে।

আসলে ১৪ বছর আগে আজকের দিনে অর্থাৎ ২৩ আগস্ট তারিখে ভারতীয় ফুটবলের ‘পাহারি বিছে’ ভাইচুং ভুটিয়া নিজের শততম ম্যাচ খেলেছিলেন হায়দরাবাদে। যদিও ওই ম্যাচটি একটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল,কিন্তু ভাইচুং ভুটিয়া যেভাবে পারফর্ম করে ভারতীয় ফুটবলকে আধুনিক মোড়কে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন, তা অবশ্যই প্রশংসনীয়।

মঙ্গলবার ফেডারেশন টুইট পোস্ট করে,”২০০৮ সালে #এই দিনে, প্রাক্তন #ব্লুটাইগার্স 🐯 অধিনায়ক @bhaichung15 হায়দরাবাদে একটি প্রীতি ম্যাচে 🇲🇾 এর বিপক্ষে 🇮🇳 এর হয়ে তার 💯তম আন্তর্জাতিক খেলেছিলেন 🙌
#BackTheBlue 💙 #IndianFootball ⚽ https://t.co/rCCanN8gUC
বর্তমানে ভাইচুং ভুটিয়া ফুটবল খেলা থেকে অবসর নিলেও দেশের ফুটবল উন্নয়নের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন।

ভাইচুং ভুটিয়া ফুটবল আকাদেমির ফুটবল কোচিং প্রোগাম সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে। মূল উদ্দেশ্য তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন গড়ে তোলা, প্রতিযোগিতা মূলক টুর্নামেন্টের মধ্যে দিয়ে।১৭ বছর বয়স পর্যন্ত শিশুরা সারা ভারতে BBFS’র যে কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ফুটবল প্রশিক্ষণ নিতে পারে।