রেফারির গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছে AIFF

গতকাল, শুক্রবার মারডেকা কাপের ম্যাচে মালয়েশিয়া দলের কাছে ৪-২ ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় ফুটবল দল। যা দেখে হতাশ সকলেই। বলা যায়, ভালো খেলেও সেই টুর্নামেন্ট…

FIFA Badge Referee

গতকাল, শুক্রবার মারডেকা কাপের ম্যাচে মালয়েশিয়া দলের কাছে ৪-২ ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় ফুটবল দল। যা দেখে হতাশ সকলেই। বলা যায়, ভালো খেলেও সেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে ব্লু টাইগার্সদের। এক্ষেত্রে বারংবার কাঠগড়ায় উঠেছে রেফারির ভূমিকা। গতকাল ভারতীয় তারকা লালরিয়ান ছাংতের গোল বাতিল হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র। আসলে কাল রেফারির সিদ্ধান্ত কিছুটা বদল আসলে অনায়াসেই অন্যদিকে মোড় নিতে পারত গোটা ম্যাচ। তাই এবার নিম্নমানের রেফারিংয়ের কথা তুলে ক্ষোভ প্রকাশ করল এআইএফএফ।

ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি সাজি প্রভাকরণ বলেন, “একেবারে ডাকাতি হল আমাদের সঙ্গে। আমাদের হারতে হয়নি। বরং খেলার ফলাফল আমাদের পক্ষে। আমরা গোটা ম্যাচ জুড়ে একাধিক সুযোগ তৈরি করেছিলাম। প্রতিপক্ষ দলকে আমরা চাপে ফেলে দিয়েছিলাম। তবে ভাগ্য খারাপ থাকলে কি আর করার থাকতে পারে।”

   

একই সুর শোনা গিয়েছে ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের গলায়। তার কথায়, “এই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি আলোচনা করতে পারি। কিন্তু আয়োজক দেশ যে মালয়েশিয়া পৌঁছে গেছে, আমি তাদের সেই আনন্দ নষ্ট করতে চাই না।”

আসলে, ম্যাচের ঠিক ৫৭ মিনিটের মাথায় ভারতীয় তারকা লালরিনজুয়ালা ছাংতের শট গোল লাইন অতিক্রম করে চলে যায়। বলা যায় ফুটবলের পুরো অংশটাই চলে গিয়েছিল ভিতরে। তবুও সেটিকে গোল বলে মানতে নারাজ থাকেন ম্যাচ রেফারি। যারফলে, পরবর্তীতে আর সমতায় ফেরা সম্ভব হয়নি ভারতীয় দলের পক্ষে। পরবর্তীতে ব্যবধান বাড়িয়ে ম্যাচ জয় করে মালয়েশিয়া।