গত শনিবার ATK মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। ওই ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি ফুটবলার হোর্হে পেরেরা দিয়াজের বিরুদ্ধে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) শৃঙ্খলারক্ষা কমিটিতে অভিযোগ আসে।
অসমর্থিত সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে শনিবার ATK মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে ‘হিংসাত্মক আচরণ’ করার জন্য অভিযুক্ত করা হয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি ফুটবলার হোর্হে পেরেরা দিয়াজকে।
অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে,দিয়াজকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে শৃঙ্খলা কমিটি। তার জবাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। অসমর্থিত সূত্রে খবর, AIFF নোটিশে হোর্হে পেরেরা দিয়াজকে ফেডারেশনের ডিসিপ্লিনারি কোডের ৪৮.১.২ ধারা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। ওই ধারায় উল্লেখ রয়েছে খেলোয়াড় ‘ডাগআউট প্যানেল ভেঙেছে, এটা একটা হিংসাত্মক আচরণ’ তাই ফুটবলার দিয়াজ অপরাধ করেছে।